টেনিস টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিনি. সচিব ড. মোজাম্মেল হক খান

১১ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৮ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৩:১৫ এএম


টেনিস টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিনি. সচিব ড. মোজাম্মেল হক খান
নিজস্ব প্রতিবেদক ॥ প্রত্যেকটা মানুষের মধ্যে মেধা আছে। পরিশ্রম এবং সাধনা করলে সেই মেধার বিকাশ ঘটে। তবে তাদের পথ দেখানোর লোকের দরকার হয়। সেই পথ প্রদর্শক হলেন নরসিংদীর সুযোগ্য জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস । মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে নরসিংদীতে আয়োজিত টেনিস টুর্ণামেন্টের সমাপনীতে গত ৭ ডিসেম্বর রাতে নরসিংদী টেনিস কোর্ট প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান এসব কথা বলেন। জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো: মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধান অতিথির সহধর্মিনী সিনিয়র সচিব রাজিয়া সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী উপ-সচিব মো: সিদ্দিকুর রহমান, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: মাহবুব হাসান শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: মোর্শেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিকসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাগণ ও খেলোয়ারবৃন্দ। প্রধান অতিথি আরও বলেন, মানুষ চেষ্টা করলে পারে না, এমন কাজ নেই। এক্ষেত্রে তিনি ফুটবলের যাদুকর সামাদ এবং পৃথিবীর বিখ্যাত খেলোয়ারদের দৃষ্টান্ত তুলে ধরেন। সুন্দর পরিবেশ তৈরী করে নরসিংদীতে খেলোয়ার সৃষ্টির করতে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের অগ্রণী ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষার্থী খেলোয়ারদের উদ্দেশ্যে ড. মোজাম্মেল হক খান বলেন, খেলাধূলা শারীরিক সুস্থতা বজায় রাখবে কিন্তু নিজের মেধার বিকাশকে বিকশিত করতে চাইলে লেখাপড়ার বিকল্প নাই। তোমাদের খেলাধূলার পাশাপাশি লেখাপড়াকেই প্রাধান্য দিতে হবে। কোন পিতা-মাতা অভিভাবক যেন বলতে না পাওে, খেলাধূলাই তোমার বিকাশে বাঁধা সৃষ্টি করছে। পরে টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এবং রানার্স আপ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা-আইসিটি) মো: মোজাম্মেল হকের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পুরস্কার বিতরণের আগে ক্ষুদে খেলোয়ারদের সুন্দর টেনিস খেলা প্রদর্শন অতিথি ও দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়।


এই বিভাগের আরও