ঠোঁট নরম রাখার তিন উপায়

২৭ ডিসেম্বর ২০১৭, ০৭:০২ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম


ঠোঁট নরম রাখার তিন উপায়
অনলাইন ডেস্ক শীত পুরোপুরি না এলেও আবহাওয়ায় ঠান্ডা ভাব কিন্তু চলে এসেছে। এ সময়টায় ঠোঁট শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। অনেকের আবার সারা বছরই ঠোঁট খসখসে থাকার সমস্যা হয়। খসখসে ঠোঁটের সমস্যার সমাধানে এবং ঠোঁট নরম রাখতে কিছু উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। ১. ঠান্ডা দুধ দুধের পুষ্টি ঠোঁটকে নরম করে। দুধকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। কিছুক্ষণ পর ঠান্ডা দুধকে ধীরে ধীরে ঠোঁটে মাখুন। একে ১৫ মিনিট রেখে শুষ্ক হতে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট নরম রাখার জন্য দিনে দুবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। ঠান্ডা দুধের এই প্রণালি সারা বছরই ব্যবহার করা যেতে পারে। ২. মধু মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে। এটি ঠোঁটের সমস্যা সমাধানে বেশ উপকারী। এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। সামান্য পরিমাণ মধু নিন। সম্পূর্ণ ঠোঁটে এটি মাখুন। একে ১০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর একটি লিপ বাম মাখুন। ৩. জলপাইয়ের তেল ঠোঁটকে নরম করতে জলপাইয়ের তেল আরেকটি ভালো উপাদান। সামান্য জলপাইয়ের তেল নিয়ে ঠোঁটে মাখুন। ভালো ফলাফল পাওয়ার জন্য দিনে তিন থেকে চারবার এই পদ্ধতি অনুসরণ করুন। এটি ঠোঁট নরম করতে সাহায্য করবে।


এই বিভাগের আরও