নরসিংদীতে প্রায় ১ হাজার টেটাঁ জমা দিয়ে বিবাদমান বিভিন্ন গ্রুপের টেটাঁযুদ্ধ বন্ধের শপথ

১০ জুন ২০১৮, ০৫:০৪ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ০৫:০২ এএম


নরসিংদীতে প্রায় ১ হাজার টেটাঁ জমা দিয়ে  বিবাদমান বিভিন্ন গ্রুপের টেটাঁযুদ্ধ বন্ধের শপথ
নরসিংদীর চরাঞ্চলে যুগযুগ ধরে চলে আসা রক্তক্ষয়ী টেটাঁযুদ্ধের অবসান ঘটাতে বিবাদমান বিভিন্ন গ্রুপের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিবাদমান গ্রুপের নেতারা তাদের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রায় ১ হাজার টেটাঁ আনুষ্ঠানিকভাবে পুলিশের নিকট জমা দিয়ে টেটাঁযুদ্ধ বন্ধের শপথ গ্রহণ করেছেন। নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শাহরিয়ার আলম, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল এসব টেটাঁ জমা নিয়ে চলমান বিরোধ ও টেটাঁযুদ্ধ বন্ধ করার জন্য সকলকে শপথ বাক্য পাঠ করান। ইউপি চেয়ারম্যান বাদল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলন মেলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নজরপুর ইউনিয়নের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে নজরপুর ইউনিয়নে গত ১ জুন দুই গ্রুপের মধ্যে সংঘটিত টেটাঁযুদ্ধে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছিলেন। একইভাবে বছরের পর বছর ধরে তুচ্ছ ঘটনার জের ধরে চলে আসা টেটাঁযুদ্ধে জানমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল। সম্প্রতি স্থানীয় পুলিশ প্রশাসন ও সরকার দলীয় রাজনীতিবিদদের উদ্যোগে এসব টেটাঁযুদ্ধ বন্ধের জন্য স্থানীয়ভাবে বিবাদমান গ্রুপগুলোর মধ্যে মিলন মেলার উদ্যোগ নেয়া হয়।


এই বিভাগের আরও