নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

০১ এপ্রিল ২০১৮, ০৫:১৮ এএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পিএম


নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক [caption id="attachment_2111" align="alignnone" width="465"] ছবিঃ সংগৃহীত[/caption] নরসিংদীর বেলাবো উপজেলার নারায়নপুর বাজারে শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি পাটের গোডাউন ও ২টি হার্ডওয়ারি একটি রড সিমেন্টের দোকানের আংশিক পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে একটি পাটের গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে পরে পাশের আরো ৩টি পাটের গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আরো ৩টি দোকানের আংশিক পুড়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও বেলাবো থানা পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পাশের দোকানগুলোর মালামাল সরাতে গিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতির শিকার হয় ব্যবসায়ীরা। [caption id="attachment_2105" align="alignnone" width="728"] ছবিঃ সংগৃহীত[/caption] জানা যায়, তাহের মিয়ার ছেলে শিশু মিয়া, মৃত গফুর ব্যাপারীর ছেলে মনজুর আলী ও মৃত আতাউর আলী প্রধানের ছেলে আলমাছ প্রধানের পাটের গোডাউন এবং কফিল উদ্দিনের ছেলে আল- আমিন, লায়েছ মাস্টারের ছেলে শামিম, হাছেন মিয়ার ছেলে নজরুল ইসলামের দোকানের আংশিক পুড়ে যায় এবং মালামাল বের করতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। বাজার কমিটির সভাপতি মো. আলী আকবর জানান, ৬টির মধ্যে ৩টি পাটের গোডাউন ও ৩টি দোকানের আংশিক পুড়ে যায়। বেলাব থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, পাট ও দোকানের বিভিন্ন মালামালসহ প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ভৈরব ও রায়পুরার মোট ৩টি ইউনিট এক সাথে দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায় নি। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ও বেলাব থানা অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।


এই বিভাগের আরও