নরসিংদী জেলাজুড়ে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ ২০১৮

০৬ আগস্ট ২০১৮, ১০:৩৭ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পিএম


নরসিংদী জেলাজুড়ে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ ২০১৮
অনলাইন ডেস্ক সারাদেশের ন্যায় নরসিংদী জেলাজুড়ে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ। এ উপলক্ষে দ্বিতীয় দিন সোমবারও জেলার ৫৫ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির করার চেষ্টা করছে পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে ট্রাফিক সপ্তাহের কার্যক্রম তদারকি করছেন। নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য চলাচলকারীদের লেন মেনে গাড়ি চালানো, পদচারী সেতু (ফুটওভার ব্রীজ) ব্যবহার বাধ্যতামূলকরণ, রাস্তার বাঁকে ও সরু সেতুতে ওভারটেকিং না করা, অস্বাভাবিক গতিতে গাড়ি না চালানোর নির্দেশনা দিয়ে যাচ্ছে জেলা পুলিশ। এছাড়া ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার টানানো হয়। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছেন পুলিশ সদস্যরা।


এই বিভাগের আরও