রাজস্ব বোর্ডের কোন কর্মকর্তা-কর্মচারী যদি ব্যবসায়ীদের হয়রানী করেন তাহলে শাস্তিমূলক ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

১০ মার্চ ২০১৮, ০৩:১১ পিএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪, ০১:০৫ পিএম


রাজস্ব বোর্ডের কোন কর্মকর্তা-কর্মচারী যদি ব্যবসায়ীদের হয়রানী করেন তাহলে শাস্তিমূলক ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান
অডিটের নামে কোন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারী যদি ব্যবসায়ীদের হয়রানী করেন অভিযোগ উঠে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ব্যবসায়ীদের হয়রানী করে থাকেন, এটা যেমন আপনারা ব্যবসায়ীরা জানেন, তেমন আমরা যারা সিনিয়র আছি তারাও জানি। তিনি শনিবার (১০ মার্চ) দুপুরে নরসিংদীর মাধবদী এসপি ইনস্টিটিউটে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের করদাতা এবং স্থানীয় ব্যক্তিবর্গের সাথে এনবিআরের অংশীদারিত্বমূলক রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব হুশিয়ারী দেন। রাজস্ব সংলাপে উপস্থিত ব্যবসায়ী ও করদাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি ন্যায্যভাবে আপনাদের পাওনা পরিশোধ করেন এবং এতে কোনপ্রকার হয়রানী যাতে না হতে হয়, সেটি আমি দেখবো। প্যাকেজ ভ্যাটে ছোট ব্যবসায়ীরা লাভবান হলেও বড় ব্যবসায়ীদের জন্য এটি প্রবর্তন করা হলে সরকারের রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হবে। আগামী বাজেট প্রস্তুতির জন্য আমরা এখন থেকেই সংলাপ চালিয়ে যাচ্ছি। বাজেটে কী কী নীতিমালা করা হবে সে বিষয়ে ব্যবসায়ী ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর সাথে আলোচনা করেই করা হবে। সংলাপে ব্যবসায়ী নেতাদের উত্থাপিত বন্ড এর অপব্যবহার সম্পর্কে তিনি বলেন, বন্ড এর অপব্যবহার রোধে এখন থেকেই যদি এনবিআরের কর্মকর্তা কর্মচারীদেরকে সচেতন করাসহ শুল্ক গোয়েন্দায় ও পোর্টে নজরদারী বাড়িয়ে দেয়া হয় এ সমস্যা অনেকাংশে প্রতিরোধ হবে। গার্মেন্টস ক্ষেত্রে সরকার যেসব সুযোগ সুবিধা দিচ্ছে এসবের যাতে অপব্যবহার না হয় সে ব্যবস্থাও করা হবে। সেক্ষেত্রে যদি অবৈধ ব্যবসায়ীদের জরিমানা করতে হয় এবং টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে আগামী বাজেটে সুযোগ সুবিধা দিয়ে নীতিমালা তৈরি করা হবে। এসময় তিনি সরকারের উন্নয়ন যাত্রায় অংশগ্রহণের জন্য ব্যবসায়ীদের যুক্তিযুক্তভাবে রাজস্ব বাড়িয়ে দেয়ার আহবান জানান। কর অঞ্চল- ১০, ঢাকা এর কর কমিশনার মোহাং আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত রাজস্ব সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ, সদস্য (ইন্টারন্যাশনাল ট্যাক্সেস) হাবিবুর রহমান আখন্দ, সদস্য (কর আপীল ও অব্যাহতি) মিজ রওশন আরা আক্তার, সদস্য (অডিট ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) মিজ আরিফা শাহানা, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, বাংলাদেশ লুঙ্গী মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট হেলাল মিয়া, জেলা ডাইং এন্ড প্রিন্টিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মোল্লা, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সহ সভাপতি মনিরুজ্জামান ভুইয়া প্রমুখ।


এই বিভাগের আরও