শোকে নির্বাক সৌদি আরবে নিহত নরসিংদীর আমির হোসেনের পরিবার

১০ জানুয়ারি ২০১৮, ০১:২৫ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ১২:৩৬ এএম


শোকে নির্বাক সৌদি আরবে নিহত নরসিংদীর আমির হোসেনের পরিবার
নিজস্ব প্রতিবেদক ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির মধ্যে দ্ইুজনের বাড়ি নরসিংদীতে। এদের মধ্যে আমির হোসেন সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তবে ইদন মিয়া নামে নিহত নরসিংদীর আরেকজনের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় প্রবাসী আমির হোসেন নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকে শোকে স্তব্ধ হয়ে গেছেন পরিবারের সদস্যরা। সরেজমিনে বাউশিয়া এলাকায় আমির হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেছে, দুর্ঘটনার খবর শোনার পর থেকেই নিহত আমির হোসেনের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। শোকে অনেকটা নিথর নির্বাক হয়ে আছেন নিহতের পরিবার ও স্বজনরা। পরিবারের একমাত্র চালিকাশক্তি আমির হোসেনকে হারিয়ে তাঁর পরিবার এখন দিশেহারা। সরকারের মাধ্যমে দ্রুত মৃতদেহ ফিরে পাবার দাবি জানিয়েছেন পরিবার ও স্বজনরা। শেষবারের মতো তার হলেও চেহারা দেখতে চান তারা। পাশাপাশি এই নি:স্ব পরিবারের জন্য সরকারি সহযোগিতার দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। খবর পেয়ে বাড়িতে ভীড় করছেন গ্রামবাসীও। নিহত আমির হোসেনের স্ত্রী শাহেনা আক্তার বলেন, দুই বছর আগে শেষবারের মতো ছুটিতে দেশে এসেছিলেন। আগামী মাসে আবারও ছুটিতে আসার কথা ছিল। কিন্তু এখন সারাজীবনের ছুটি নিয়ে নিলো। ছেলে মেয়ে নিয়া এখন আমি এখন কীভাবে দিন পার করবো? নিহতের ছেলে রবি উল্লাহ, শেষবারের মতো বাবাকে দেখতে চায়। বাবার লাশটা দেশে আনার দাবী তার। নিহতের বড় ভাই মনির হোসেন বলেন, আমার ছোট ভাইটা অনেক সহজ সরল প্রকৃতির ছিল। সম্প্রতি তাঁর দেশে ছুটিতে আসার কথা ছিল। এরই মধ্যে আমরা তাঁর মৃত্যুও খবর পাই। এখন আমরা চাই দ্রুত তাঁর লাশটা আমাদের কাছে হস্তান্তর করা হউক। আর সরকারের কাছে দাবি তাঁর পরিবারের পাশে যেন দাড়ায়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল আলম বলেন, অফিসিয়ালি আমরা এখনো কারো নিহতের খবর পাইনি। তবে গণমাধ্যম ও লোকমুখে শুনতে পেয়েছি সৌদি আরবে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে দ’ুজন নরসিংদীর। তবে তাঁদের কোন ঠিকানা আমাদের কাছে নেই। আর নিহতের পরিবারের লোকজন আমাদের সঙ্গে আবেদন করলে আমরা লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণ করবো।


এই বিভাগের আরও