রায়পুরায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৮ জুন ২০১৯, ০৯:৩৬ পিএম | আপডেট: ২০ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম


রায়পুরায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রায়পুরা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরা উপজেলার প্রাণকেন্দ্র শ্রীরামপুর রেলগেইট এলাকায় রেলওয়ের জমির উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, পৌরসভার মেয়র মো: জামাল মোল্লা, রায়পুরা প্রেসকাবের সভাপতি মাহবুবুল আলম লিটনসহ রায়পুরা থানা পুলিশ।
উচ্ছেদ অভিযানে সকল শ্রেণি পেশার মানুষের উপকার হবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।
উল্লেখ্য, রাস্তার দু’পাশে অবৈধ এসব স্থাপনা থাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে এ এলাকায়। যার ফলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ জনসাধারণ প্রায়ই ভোগান্তির শিকার হয়ে থাকে।



এই বিভাগের আরও