পলাশে “জঙ্গী সন্ত্রাস ও মাদক বিরোধী” কর্মশালা অনুষ্ঠিত

০১ জুন ২০১৯, ০৫:২৯ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম


পলাশে “জঙ্গী সন্ত্রাস ও মাদক বিরোধী” কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে “জঙ্গী সন্ত্রাস ও মাদক বিরোধী” দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) ডাংগা ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় ডাংগা ইউনিয়নের ৭১টি মসজিদের ইমামদের সন্ত্রাস জঙ্গীবাদ নির্মূল, মাদক বিরোধী আন্দোলন, পারিবারিক বিরোধ নিরসন, বাল্যবিবাহ রোধে নারী ও শিশু নির্যাতন দমন, বৃরোপণের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা করা হয়। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা আবুল হোসেন।
কর্মশালা শেষে ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই উপস্থিত থেকে ইমামদের সম্মাননা প্রদান করেন।



এই বিভাগের আরও