অতিরিক্ত পুলিশ সুপারের ব্লকরেইড, পলাশে বিপুল পরিমাণ চোলাই মদসহ ৪ জন আটক

১৪ অক্টোবর ২০১৮, ০৫:০১ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম


অতিরিক্ত পুলিশ সুপারের ব্লকরেইড, পলাশে বিপুল পরিমাণ চোলাই মদসহ ৪ জন আটক
নরসিংদীর পলাশে ব্লকরেইড দিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। এসময় মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকায় চার জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শাহরিয়ার আলমের নেতৃত্বে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১২০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সুলতানপুর গ্রামের বিশ্বজিৎ (২৮), প্রদীপ (২৭), সুদন চন্দ্র বর্মন (২৮) ও শংকর রবিদাস (৪২)। আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত চরসিন্দুর এলাকায় গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ব্লকরেইড দিয়ে প্রায় ১২০০ লিটার মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানার এসআই মীর সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।


এই বিভাগের আরও