উপজেলা সমন্বয় পরিষদ সভায় উপস্থিত না থাকায় শিবপুরে ইউপি চেয়ারম্যানদের শোকজ

১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৬ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৮:১১ এএম


উপজেলা সমন্বয় পরিষদ সভায় উপস্থিত না থাকায় শিবপুরে ইউপি চেয়ারম্যানদের শোকজ
নরসিংদীর শিবপুরে উপজেলা মাসিক সমন্বয় পরিষদের সভায় উপস্থিত না হওয়ার কারনে সভা মুলতবি হওয়ায় ইউপি চেয়ারম্যানদের শোকজ করা হয়েছে। গত (১৬ সেপ্টেম্বর) রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলু রায় তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চেয়ে এই শোকজ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলু রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এই সভায় স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা উপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না মর্মে তথ্য প্রচার করা হয়। এ তথ্য মিথ্যা দাবী করে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা। তিনি সাংবাদিকদের বলেন, ‘উপজেলা মাসিক সমন্বয় পরিষদের সভা উপজেলা পরিষদের মাসিক কাজের একটি অংশ। ওই সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান আর সভা আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি সংসদ সদস্য হিসেবে পদাধিকার বলে এই সভার উপদেষ্টা। গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেমববর) সমন্বয় পরিষদের সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না। এই সভায় আমি উপস্থিত ছিলাম। কোরাম পূর্ণ না হওয়ায় সভার সভাপতি সভাটি মুলতবি ঘোষনা করেছিলেন। কিন্তু এখানে আমার সম্পৃক্ততা কোথায়? প্রচার করা হয়েছে- আমি উপস্থিত থাকায় নাকি চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন না। বিষয়টি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য একটি ষড়যন্ত্রকারি মহল এই মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রচার করিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বাস্তবিক অর্থে ওই দিনের সভায় আমার উপস্থিতি ছিল সম্পূর্ণ অনির্ধারিত ও আকষ্মিক। আমি নিজেই জানতাম না ওই সভায় আমি উপস্থিত হব। ওইদিন আমার দুটি অনুষ্ঠানের ফাঁকে পর্যাপ্ত সময় থাকায় আর সভায় সকল চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে দেখা করার উদ্দেশ্যেই আমি ওই সভায় আকষ্মিকভাবে উপস্থিত হই। সেটা সম্পূর্ণ অপিরিকল্পিত ও অনির্ধারিত ছিল। তাহলে চেয়ারম্যানরা কিভাবে আমার উপস্থিতির কারণে সভায় আসেননি বলে প্রচার করা হয়েছে তা আমার বোধগম্য নয়। আর শিবপুর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে বরাবরই আমার সুসম্পর্ক। আজও আমি সকল চেয়ারম্যানদের সাথে নিয়ে মিটিং করলাম। আমি ব্যক্তিগতভাবে জানতে পারলাম- চেয়ারম্যানরা ওইদিন সমন্বয় সভায় উপস্থিত না থাকার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের শোকজ করেছেন। তাঁরাও লিখিতভাবে সভায় উপস্থিত না থাকতে পারার জবাব দিয়েছেন। সেখানে কেউ আমার উপস্থিতির কারনে সভায় হাজির হয়নি- এমন ব্যাখ্যা দেননি। তাহলে কেন- এই অপপ্রচার। এব্যাপারে ইউএনও শীলু রায় বলেন, ‘নির্ধারিত তারিখে মাসিক উপজেলা সমন্বয় পরিষদের সভায় উপস্থিত না হওয়ার কারণ জানতে চেয়ে সব চেয়ারম্যানদের শোকজ করা হয়েছে। শোকজের জবাব দিতে চেয়ারম্যানদেরকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।’


এই বিভাগের আরও