জনপ্রিয় লেখক জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

০৫ মার্চ ২০১৮, ১০:৪৬ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৮:২৬ পিএম


জনপ্রিয় লেখক জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হামলার শিকার জনপ্রিয় লেখক জাফর ইকবালকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী জাফর ইকবালকে দেখার জন্য সিএমএইচে পৌঁছান। সেখানে ঊর্ধ্বতন চিকিৎসকরা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী লেখক জাফর ইকবালের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি অনুষ্ঠানে জাফর ইকবাল হামলার শিকার হন। এক যুবক হঠাৎ পেছন থেকে তাঁর মাথায় ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। জাফর ইকবালের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  


এই বিভাগের আরও