জাতীয় শিশু দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে দেড় হাজার শিক্ষকের মধ্যে বই বিতরণ উৎসব

১৭ মার্চ ২০১৮, ০৫:৩১ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ১১:১৮ এএম


জাতীয় শিশু দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে দেড় হাজার শিক্ষকের মধ্যে বই বিতরণ উৎসব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে ব্যতিক্রমধর্মী বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। এ সময় উপজেলার দেড় হাজার শিক্ষকের মধ্যে বই বিতরণ করা হয়। শনিবার (১৭ মার্চ) বিকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এ উৎসব পালন করা হয়। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উৎসবে উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ, ৯টি মাদ্রাসা ও ২টি স্কুল এন্ড কলেজ এর ১৫ শত শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়ে বই গ্রহণ করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন লেখকের বই তুলে দেয়া হয়। শিক্ষকদের বই পড়ায় অনুপ্রাণিত করা, শিক্ষার গুনগত মানবৃদ্ধি ও ভাল শিক্ষকে পরিনত করার মাধ্যমে আগামী প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তোলাই এ বই উৎসবের উদ্দেশ্য বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা। এ উৎসবের উদ্বোধন করেন নরসিংদী -২ (পলাশ) আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিশেষ অতিথি ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমান।