নরসিংদীতে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু

০৬ মার্চ ২০১৮, ১১:০৪ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১০:০৯ পিএম


নরসিংদীতে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু
স্টাফ রিপোর্টার,নরসিংদী ॥ নরসিংদীতে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ফাতেমাতুজ জোহরা নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত জোহরা সদর উপজেলার পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও একই উপজেলার হাজীপুর গ্রামের জাহাঙ্গীর ভূঁইয়ার মেয়ে। মঙ্গলবার সকাল ৯ টায় সদর উপজেলার রায়পুরা-নরসিংদী সড়কের বাদুয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর বীরপুর থেকে একটি সিএনজি অটোরিকশা ৪ জন যাত্রী নিয়ে রায়পুরা যাচ্ছিল। পথে সদর উপজেলার বাদুয়ার চর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী স্কুল শিক্ষিকা জোহরার মৃত্যু হয়। এ সময় আহত হন চালকসহ ৩ জন। আহতদের মধ্যে ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে পালিয়ে যাওয়ার সময় জনতা বীরপুর অটোরিকশা স্টেশনে অভিযুক্ত ট্রাকটিকে আটক করে। এসময় উত্তেজিত নিহতের স্বজন ও স্থানীয়রা যানবাহন চলাচলে বাধা দিলে অটোরিকশা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়েছেন।