নরসিংদীতে বেড়েই চলেছে ডাকাতি

২৮ মার্চ ২০১৮, ০৩:৫৭ এএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পিএম


নরসিংদীতে বেড়েই চলেছে ডাকাতি
স্টাফ রিপোর্টার,নরসিংদী [caption id="attachment_2058" align="alignnone" width="720"] নরসিংদী-শহর-ডাকাতি-[/caption] নরসিংদী জেলা শহরে বেড়েই চলেছে ডাকাতি। এলাকাবাসী জানান, গেলো কয়েক দিনে নরসিংদীতে প্রায় ১০টি বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার ভোর রাতে নরসিংদীর শহরের টাউয়াদী এলাকায় কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল হক শিকদারের বাড়িতে গ্রিলের তালা এবং দরজার ভেঙ্গে ডাকাতরা ঘরের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এসময় বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রীকে ডাকাতরা মেরে গুরুত্ব আহত করে। ডাকাতরা লুটে নেয় নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন সেটসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল। রিয়াজুল হক শিকদার জানান, ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাতরা প্রথমে বাড়ির গ্রিলের তালা, পরে ঘরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তাকে এবং তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭৯ হাজার টাকা, সরকারি একটি ল্যাপটপ, ৩টি দামি মোবাইল ফোন সেট লুটে নেয় ডাকাতরা। এ সময় তারা ডাকাতদের বাধা দিলে তাকে সহ তার স্ত্রীকে মারধোর করে আহত করে। পরে তার বাড়ির ভাড়াটিয়ের ঘরে ডাকাতরা প্রবেশ করে। সেখানে কিছু মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও একইদিনে মাধবদীতে আর এফ এল বেস্ট বাই এ ডাকাতি হয়। সেখান থেকে নগদ টাকাসহ বেশ কিছু দামি জিনিসপত্র নিয়ে যায়। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান বলেন, এরইমধ্যে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন এলাকায় পাহারা জোরদার করা হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। নরসিংদী


এই বিভাগের আরও