নরসিংদীর শিবপুরে এমপির সঙ্গে নেই স্থানীয় আওয়ামী লীগ , বিএনপির গলারকাটা মান্নান ভূইয়া পরিষদ

১৮ জানুয়ারি ২০১৮, ০৯:১০ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০৬:০৫ পিএম


নরসিংদীর শিবপুরে এমপির সঙ্গে নেই স্থানীয় আওয়ামী লীগ , বিএনপির গলারকাটা মান্নান ভূইয়া পরিষদ
স্টাফ রিপোর্টার, নরসিংদী : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নরসিংদী-০৩ (শিবপুর উপজেলা) আবদুল মান্নান ভূইয়া পরিষদের হাত ধরে এমপি হলেও শিবপুরের জনগনের আস্থা অর্জন করতে পারেননি নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, সম্প্রতি স্বতন্ত্র এই সাংসদের আওয়ামী লীগে যোগদানেও সঙ্গে নেই স্থানীয় আওয়ামী লীগ। বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনে শিবপুরের গণ মানুষের নেতা হিসেবে পরিচিত বিএনপির প্রয়াত নেতা ও মন্ত্রী আবদুল মান্নান ভূইয়ার অনুসারীদের হাত ধরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন সিরাজুল ইসলাম মোল্লা। কিন্তু সাংসদ হওয়ার সাড়ে ৩ বছরেও জেলা কিংবা উপজেলাসহ স্থানীয় আওয়ামী লীগে নিজের ভীত গড়তে পারেননি। ফলে সম্প্রতি স্বতন্ত্র সাংসদদের আওয়ামী লীগে যোগদানে কোন প্রভাব পড়েনি শিবপুরে। অন্যদিকে বিএনপির গলার কাটা আবদুল মান্নান ভূইয়া পরিষদ । জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় প্রচেষ্টায় গত নবম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়াকে পরাজিত করে চমক দেখিয়েছিলেন আওয়ামীলীগের জহিরুল হক ভূঞা মোহন। কিন্তু নির্বাচনে পর পরই দলীয় কাজে অতিরিক্ত আত্মীয়করন ও গুটিকয়েক নেতার হাতে ক্ষমতা পুঞ্জীভূতকরনের কারনে সমালোচিত হন তিনি। এ সুযোগে দলের বঞ্চিত নেতাকর্মীদের নিজের ছায়ায় নিয়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্যের পদকে সামনে রেখে জহিরুল হকের সঙ্গে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের খাতায় নাম লেখান। কিন্তু সর্বশেষ মনোনয়ন দৌড়ে যুবলীগ নেতা সিরাজুল ইসলামকে পিছনে ফেলে মনোনয়নপত্রটি বাগিয়ে নিয়ে আসেন সাংসদ জহিরুল হক ভূঞা মোহন। এতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মহাজোটের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন সিরাজুল। সেখানে আবদুল মান্নান ভূইয়া পরিষদের হাত ধরে আওয়ামী লীগের প্রার্থী জহিরুলের সঙ্গে প্রতিদ্বন্ধীতা করে বিজয়ীও হন। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থানীয়ভাবে আওয়ামী লীগ থেকে সটকে পড়েন। এরমধ্যে আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধার সঙ্গে মতনৈক্য তৈরী হওয়ায় স্থানীয়ভাবে একা হয়ে পড়েন তিনি। এরপর গত সাড়ে ৩ বছরেও স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা গড়ে তোলতে পারেননি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্বতন্ত্র সাংসদদের আওয়ামী লীগে যোগদানে কোন প্রভাব পড়েনি শিবপুরে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জহিরুল হক ভূঞা মোহনের বলয়ে থেকে আগামি সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল বলেন, বর্তমান সাংসদ তিনি আমাদের আওয়ামীলীগের কেউ নন। তাই উনাকে নিয়ে ভাবার কিছু নেই। এছাড়া তিনি জনবিচ্ছিন্ন সাংসদ। ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই মূলত তিনি ব্যস্ত থাকেন। তাছাড়া শিবপুরের জনগনের আস্থা অর্জন করতে ব্যার্থ হয়েছেন তিনি । নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ জহিরুল হক ভূঞা মোহন এর নেতৃত্বে আওয়ামীলীগ সুসংগঠিত । শিবপুর-৩ আসন থেকে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ জহিরুল হক ভূঞা মোহন বলেন, তিনি স্বতন্ত্র এমপি ,৫ ই জানুয়ারীর নির্বাচনে কালো টাকা দিয়ে বিএনপি- জামায়তের নেতা কর্মীদের প্রলুবদ্ধ করে বিজয়ী হয়েছিলেন ,তার কাছে নৌকা নিরাপদ নয় ,যার কারনে বিগত নির্বাচনেও জননেএী আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবারও আমি আশাবাদী । এদিকে বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান ভ’ইয়ার অনুসারীরা তার মৃত্যুর পর গঠন করেন আবদুল মান্নান ভূইয়া পরিষদ । এখনও শিবপুরের জনগণ আকড়ে ধরে আছে তার স্মৃতি যার ফলে দশম জাতীয় সংসদ নির্বাচনে আবদুল মান্নান ভূইয়া পরিষদের হাত ধরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি বিজয়ী হয়েছিলেন সিরাজুল ইসলাম মোল্লা ও পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হন আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফ উল ইসলাম মৃধা। শিবপুরের বিএনপির গলার কাটা আবদুল মান্নান ভূইয়া পরিষদ । আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা বলেন , দলগত দিক থেকে শিবপুরে আওয়ামীলীগ ও বিএনপি দুই দলই অন্তসার শূন্য । মান্নান ভূইয়ার ছোয়া এখনও মানুষের হৃদয়ে আছে তাই আমার ধারনা আগামীতেও মান্নান ভূইয়ার আর্শীরবাদ পুষ্ট কাউকে শিবপুরের মানুষ তাদের সেবায় কাজ করার সুযোগ দিবেন । শিবপুর-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার বলেন , ৫ ই জানুয়ারীর অবৈধ নির্বাচনে শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী হয়েছিল, পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামীলীগ তৃতীয় হয়েছিল, মান্নান ভূইয়া পরিষদের মূল কর্ণধার বিএনপিতে যোগ দিয়েছেন তিনি এখন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রঙ্গগে বলেন নেএী যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি শতভাগ আশাবাদী । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ জহিরুল হক ভূঞা মোহন, বর্তমান সাংসদ ও ক্রেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারূন উর রশিদ খান শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা যারা তারা হলেন ,নরসিংদী জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার , কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া , কেন্দ্রীয় ছাএদলের সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু ।


এই বিভাগের আরও