ব্যতিক্রমী উদ্দ্যোগ পলাশ উপজেলা প্রশাসনের, আলোকসজ্জা দিয়ে সরকারের উন্নয়ন চিত্র প্রদর্শন

২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পিএম


ব্যতিক্রমী উদ্দ্যোগ পলাশ উপজেলা প্রশাসনের, আলোকসজ্জা দিয়ে সরকারের উন্নয়ন চিত্র প্রদর্শন
সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের এই ম্লোগানকে সামনে নিয়ে সরকারের নানা মুখি উন্নয়ন প্রকল্প তুলে ধরতে এক ব্যতিক্রম উদ্দ্যোগ নিয়েছে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিষদের প্রধান দেয়াল জুড়ে আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-। আজ বুধবার সন্ধায় পলাশের সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন ও নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর শুভ উদ্বোধন করবেন। পরিষদের প্রধান ফটকের ১০০ মিটার দেয়াল জুড়ে লাগানো হয়েছে ৩৮টি আলোক চিত্র। চিত্র গুলোতে রয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, সমুদ্্র বিজয়, আইটিসি পার্কসহ শিক্ষা, নারী উন্নয়ন, কৃষি উন্নয়ন ও বিদ্যুক্ষেত্রের সাফল্যের চিত্র। পাশাপাশি রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, রয়েছে দেশের পর্যটন এলাকার বিখ্যাত কিছু স্থানের দৃশ্য। এছাড়া রয়েছে নরসিংদীর প্রতœতাত্ত্বিক স্থান, তাঁত ও কৃষিতে সাফল্যসহ জেলার বিহৎ কিছু শিল্প প্রতিষ্ঠানের ছবি। উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রম উদ্দ্যোগ দৃষ্টি কেড়েছে স্থানীয়দের মাঝেও। প্রতিদিনই সন্ধ্যা ঘনিয়ে আসলে দুর-দুরান্ত থেকে অনেকেই এই দৃষ্টি নন্দন দৃশ্য দেখতে ছুটে আসছেন পরিষদের সামনে। গত কয়েকদিন আগেও সন্ধ্যা ঘনিয়ে আসলে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ত যে পরিষদ প্রাঙ্গণ। আলোকচিত্রের ফলে তা এখন আলোয় আলোকিত উপজেলা পরিষদ । মনোমুগ্ধকর এই আলোকচিত্র গুলো দেখতে অনেকেই ভিড় জমায় পরিষদ প্রাঙ্গণে। পরিষদের পাশে বসবাসরত হানিফ নামে এক ব্যক্তি জানান, পরিষদের এমন উদ্দ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছে তা এসব আলোকচিত্রের মধ্য দিয়ে প্রকাশ পায়। সন্ধ্যার পর যখন চিত্র গুলো আলোয় জ্বলে উঠে তখন মনে হয় এটি যেন একটি খোলামেলা জাদুঘর। এই রাস্তা দিয়ে যাতায়াতরত অনেকেই কিছুটা সময়ের জন্য হলেও এখানে দাড়িয়ে থেকে আলোকচিত্র গুলো দেখে যাচ্ছে। পরিষদের সামনে আলোকচিত্র গুলো দেখতে আসা সফিকুল ইসলাম নামে এক পথচারি জানান, আলোচিত্র গুলো সত্যিই মনোমুগ্ধকর। এরকম দৃশ্য আগে কোথাও দেখিনি। প্রতিটি চিত্রের মাঝে দেশের উন্নয়ন ও সুন্দর্য্য প্রকাশ পেয়েছে। প্রতিদিন এখানে শত শত নারী পুরুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে দেখছে মনোমুগ্ধকর এই আলোকচিত্র গুলো।পলাশে এটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিনত হযেছে। ব্যতিক্রম এই উদ্দ্যোগের বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, আমাদের দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। আলোচিত্র গুলো স্থাপনের ফলে সাধারণ জনগণ দেশের অগ্রযাত্রা গুলো উপলব্ধি করতে পারবে। পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জানান, পলাশ উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করার জন্য পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন কাজ করে যাচ্ছেন। দেশে এই প্রথম পলাশ উপজেলা পরিষদের দেয়াল জুড়ে বাংলাদেশকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যা ইতিমধ্যে অনেকের দৃষ্টি কেড়েছে।


এই বিভাগের আরও