মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো নরসিংদীবাসী

১৪ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৪, ০৮:১০ এএম


মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো নরসিংদীবাসী
নিজস্ব প্রতিবেদকঃ মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো নরসিংদীবাসী। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন। পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে শুক্রবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন মুক্তিযোদ্ধা, স্কুল- কলেজের শিক্ষার্থী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। এসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হয়। অন্ধকারের মধ্যে প্রজ্জ্বলিত মোমবাতিগুলো যেন শিখা হয়ে জ্বলছিল।


এই বিভাগের আরও