রান্নাঘরে প্রধানমন্ত্রী

২২ জানুয়ারি ২০১৮, ০৫:২১ এএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পিএম


রান্নাঘরে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণত দাপ্তরিক নানা কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। তিনি ফাইলে সই করবেন, মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন, মাইক্রোফোনের সামনে বক্তব্য দেবেন, অসহায়-দুঃখী মানুষের মাথায় হাত বুলিয়ে সহায়তা দেবেন। মোটকথা তাঁর ব্যস্ত রূপটির সঙ্গেই সবাই পরিচিত। আর এত সব কাজের আড়ালে কারো মনেই থাকে না যে, ব্যক্তি শেখ হাসিনা একজন মানুষ, একজন মা, একজন নানি কিংবা দাদি। তাই তাঁর ব্যক্তি জীবনের কোনো ছবি সামনে উঠে এলে তখন বিস্ময়ের সীমা থাকে না। পুরো দেশের ভার যাঁর মাথায় তিনি রান্নাঘরে যাওয়ারও সময় পান? তাঁর হাতেও ওঠে খুন্তি-চামচ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবনের রান্নাঘরে চুলার সামনে দাঁড়িয়ে কিছু একটা রান্না করছেন। চুলার ওপরে রয়েছে খাবারভর্তি দুটি ডেকচি। আজ রোববার এমন দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি দুটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সাধারণে অসাধারণ আমাদের ঠিকানা...’। এই ছবিটি যে গণভবনের রান্নাঘর থেকে গতকাল শনিবার তোলা সেটাও উল্লেখ করেছেন এই কর্মকর্তা। এদিকে এই ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। এসব মাধ্যম ব্যবহারকারীরা নানা উপমা ব্যবহার করলে শেয়ার দিচ্ছেন ছবিগুলো। এর আগে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর মায়ের রান্না করার ছবি প্রকাশ করেছিলেন ফেসবুকে।


এই বিভাগের আরও