শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নবম শ্রেণীর ছাত্রী খুন, মা ও ভাইকে কুপিয়ে জখম

০৯ অক্টোবর ২০১৮, ১১:১৩ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ০৯:২৪ এএম


শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নবম শ্রেণীর ছাত্রী খুন, মা ও ভাইকে কুপিয়ে জখম
নরসিংদীর শিবপুরে ফাতেমা আক্তার (১৫) নামের এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। সোমবার দিবাগত রাতে উপজেলার মুনসেফেরচর (ইটাখোলা) গ্রামের প্রবাসী মতিউর রহমানের বাড়িতে এ ডাকাতির ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ফাতেমার মা রাজিয়া বেগম ও ভাই রায়হানকেও কুপিয়ে জখম করেছে ডাকাতরা। নিহত ফাতেমা মুনসেফেরচর এলাকার মৃত শহীদুল হক গাজীর মেয়ে ও স্থানীয় শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত প্রবাসী মতিউর রহমানের বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। টের পেয়ে বাড়ির লোকজন ডাক চিৎকার শুরু করলে ডাকাত সদস্যরা এক ভরি স্বর্ণালংকার ও ৪ টি মোবাইল সেট নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় গৃহছেলে রায়হান মিয়া এক ডাকাতকে ধরে ফেললে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে। এসময় রায়হানকে বাঁচাতে এগিয়ে গেলে ছোট বোন স্কুল ছাত্রী ফাতেমা আক্তার ও মা রাজিয়া বেগমকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তারকে মৃত ঘোষনা করেন। মা রাজিয়া বেগমকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাকাতদের সনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


এই বিভাগের আরও