এইডস নির্মূলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
০১ ডিসেম্বর ২০২০, ০৮:১৯ পিএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২১, ১১:০৪ এএম

নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে সরকার এইডস নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) এইচআইভি/এইডস বিষয়ক লক্ষ্য অর্থাৎ ২০৩০ সালের মধ্যে দেশ থেকে এইডস রোগটি নির্মূল করার জন্য জাতিসংঘের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যে আমরা এইডস নির্মূল করতে সক্ষম হবো। বিশ্ব এইডস দিবস-২০২০ উপলক্ষে দেওয়া এক বাণীতে মঙ্গলবার (১ ডিসেম্বর) তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব এইডস দিবস-২০২০’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সারা বিশ্বের ঐক্য’, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।
তিনি বলেন, আমরা প্রতিটি এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছি। ফলে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এইচআইভি শনাক্তকরণ পরীক্ষা করা হচ্ছে এবং আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে এইডসের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার ০.০১ শতাংশের নিচে। এই হার শূন্যে নামিয়ে আনতে এবং এইডস আক্রান্তদের প্রতি সব বৈষম্য রোধ করে সরকারি কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও অন্যান্য সংস্থাসমূহের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
সরকার প্রধান আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে ‘রূপকল্প-২০২১ ও ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব- এ আমার প্রত্যাশা। আমি ‘বিশ্ব এইডস দিবস-২০২০’-এর সার্বিক সাফল্য কামনা করছি।
বিভাগ : বাংলাদেশ
- করোনাকালে সাড়ে ৩ লাখ পোশাক শ্রমিক চাকরি হারিয়েছেন
- প্রতিবেশী ভারতের সাথে বৈরি সম্পর্ক রেখে বাংলাদেশের উন্নতি সম্ভব নয় : তথ্যমন্ত্রী
- কিনতে পাওয়া যাবে না বেক্সিমকোর আনা করোনার টিকা
- আদি বুড়িগঙ্গা চ্যানেলেসহ সকল অবৈধ অবকাঠামো উচ্ছেদ করা হবে: এলজিআরডি মন্ত্রী
- শিবপুরে হাজী আফছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- রায়পুরায় আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
- নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে পলাশ উপজেলা চ্যাম্পিয়ন
- গেজেটে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রদানের দুইদিন পর এইচএসসির ফল: শিক্ষামন্ত্রী
- অবশেষে দেশে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন
- করোনায় সারাদেশে আরও ২০ মৃত্যু, শনাক্ত ৪৭৩
- করোনাকালে সাড়ে ৩ লাখ পোশাক শ্রমিক চাকরি হারিয়েছেন
- প্রতিবেশী ভারতের সাথে বৈরি সম্পর্ক রেখে বাংলাদেশের উন্নতি সম্ভব নয় : তথ্যমন্ত্রী
- কিনতে পাওয়া যাবে না বেক্সিমকোর আনা করোনার টিকা
- আদি বুড়িগঙ্গা চ্যানেলেসহ সকল অবৈধ অবকাঠামো উচ্ছেদ করা হবে: এলজিআরডি মন্ত্রী
- শিবপুরে হাজী আফছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- রায়পুরায় আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
- নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে পলাশ উপজেলা চ্যাম্পিয়ন
- গেজেটে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রদানের দুইদিন পর এইচএসসির ফল: শিক্ষামন্ত্রী
- অবশেষে দেশে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন
- করোনায় সারাদেশে আরও ২০ মৃত্যু, শনাক্ত ৪৭৩