একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই

২৫ ডিসেম্বর ২০২১, ০৪:২৩ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম


একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক:

একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিন্যানশিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াজউদ্দিন আহমেদ ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় তাঁর লাশ জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৩ সালে রিয়াজউদ্দিন আহমেদ একুশে পদক লাভ করেন।


বিভাগ : বাংলাদেশ