নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার; ১৬৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৫ অক্টোবর ২০১৯, ০৪:২৭ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম


নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার; ১৬৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এই ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা, ইলিশ মাছ মজুদ করা, বিক্রি করা, জাল ফেলা সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও দেশের বিভিন্ন জেলায় এ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করছে কতিপয় অসাধু জেলে। এর বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মৎস্য অধিদফতর, পুলিশ, নৌ-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত চার জেলায় মোট ১৬৮ জনকে গ্রেফতার করেছে। জব্দ করেছে সাড়ে চার লাখ মিটারের বেশি জাল ও ৯৫৫ কেজি ইলিশসহ ৪টি নৌকা।

শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মৎস্য অধিদফতর, পুলিশ, নৌ-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ১১৫ জনকে গ্রেফতার এবং দুই লাখ মিটার কারেণ্ট জাল ও ৫৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদারতের মাধ্যমে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ এবং অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী জানান, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এই ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা, ইলিশ মাছ মজুদ করা, বিক্রি করা, জাল ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। তবুও কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে মাছ ধরছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। নৌপুলিশ ও মৎস্য অধিদফতর যৌথ অভিযান চালিয়ে তাদের আটক ও জব্দ করে দেড় লাখ মিটার জালসহ ১০০ কেজি ইলিশ। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়।

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ নিধনের অপরাধে গত ২৪ ঘণ্টায় ১৬ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ হাজার মিটার অবৈধ জাল ও প্রায় ৫ মণ ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে দেয়া হয় এবং ইলিশ মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

রাজবাড়ী: রাজবাড়ীতে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে ২৯ জন জেলেকে আটক এবং ১১০ কেজি মাছ, ৯৭ হাজার মিটার জাল ও ৪ টি নৌকা জব্দ করা হয়। পরে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে করাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও