নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০১:৩৫ এএম


নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

মোমেন খান:

নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই মাসব্যাপী আইজিএ ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এণ্ড মেইনটেনেন্স এবং আইজিএ ফুড প্রসেসিং ও ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ইন্সটিটিউটের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার খাদিজাতুল কোবরা।

দুই মাসব্যাপী এই দুটি কোর্সে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও