তরুণদের সাংবাদিকতায় উৎসাহী করতে জয়ের বই
১১ মার্চ ২০২১, ০৭:০০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম

রাবি প্রতিনিধি:
তরুণ ও শিক্ষানবিশদের ইংরেজী রিপোর্টিংয়ে আগ্রহী করতে ও কোন স্টোরি কীভাবে সাজাবেন, সে সব বিষয়ের উপর গুরুত্বারোপ করে, দ্যা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়ের লেখা একটি বই বাজারে এসেছে। বইটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে লিখা হলেও দেশে করোনার প্রকোপের কারণে বাজারে এসেছে একই বছরের ডিসেম্বর মাসে।
বইটির নাম হচ্ছে 'A Glimpse to Campus Reporting'। এবং এটি ইতিমধ্যে, শিক্ষানবিশ ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন জয় পাবলিকেশন। মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা যারা ইংরেজি দৈনিক সমূহে নিয়মিত রিপোর্ট করতে চায় তাদের রিপোটিং তৈরীর গাইডলাইন হিসেবে এই বইটি লেখা হয়েছে। 'জয় পাবলিকেশন' এর প্রকাশিত বইটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং নরসিংদী জেলাসহ বেশ কিছু জায়গায় বইটি পাওয়া যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর, সারা দেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে বলে জানিয়েছে পাবলিকেশনটি।
নিজের লেখা প্রথম প্রকাশিত বই বের হওয়ার অনুভূতি ব্যক্ত করতে করে সাংবাদিক জাহিদুল ইসলাম জয় বলেন, 'দীর্ঘ পরিকল্পনায় বইটি প্রকাশিত হয়েছে এবং পাঠকরা হাতে পেয়েছে, এটাই আমার সবচেয়ে আনন্দের। মূলত অনুজ সাংবাদিকদের জন্য বইটি লেখা। আগামী দিনেও আরো কিছু বই লেখার প্রত্যয় ব্যক্ত করেন জয়।
বইটি লিখার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড একরাম হোসেনসহ ৩ জন শিক্ষক সহযোগিতা করেছেন এবং তাদের তত্ত্বাবধানে বইটি প্রকাশ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, 'প্রথমে ইংরেজি দৈনিকে লিখতে গিয়ে অনেক জটিল সমস্যায় পড়েছি। আমি চাই জুনিয়ররা আমার মতো একই সমস্যায় না পড়ুক। মূলত তাদের কথা চিন্তা করে বইটি লিখেছি'। যদি বইটি পড়ে তারা উপকৃত হয়, তাহলে আমি সার্থক হবো'।
রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেশকাত মিশু বলেন, 'বইটি অনুসরণ করায় রিপোর্টিং করার ক্ষেত্রে অনেকটা উপকৃত হয়েছি। তবে, আমাদের মাতৃভাষা ইংরেজি না হওয়ায়, তার পাশাপাশি বাংলায় অনুবাদ করা থাকলে আমাদের জন্য আরও ভালো হতো'।
যুগান্তর পত্রিকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সবুজ বলেন, 'ইংরেজি রিপোর্টিং করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী আগ্রহবোধ করেন না। কারণ তার মেটেরিয়াল পর্যাপ্ত পরিমানে থাকে না। ফলে রিপোর্ট করতে অনেক সমস্যা হয়। জয়ের বইটি সংগ্রহ করে কয়েকজন নবীন শিক্ষার্থীকে দিয়েছি। তারাও বইটি পড়েছে, ইংরেজি রিপোর্টিংয়ে এখন তারা বেশ আগ্রহ দেখাচ্ছে'।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্যা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি প্লাবন তারিক বলেন, ' বইটি অনেক চমৎকার লেগেছে। বিশ্ববিদ্যালয়ে নবীন সাংবাদিকদের জন্য অনেকটা সহায়ক হবে এবং এটি অনেক তথ্য বহুল'।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি সায়েদ আব্দুল্লাহ যীশু বলেন, 'বইটি আমি পড়েছি। বইটিতে শব্দগুলো কঠিনও ব্যবহার করা হয়নি, আবার খুব সহজও ব্যবহারও করা হয়নি। একটি ব্যালেন্স করে শব্দ এবং বাক্য ব্যবহার করা হয়েছে। বইটি খুবই চমৎকার হয়েছে'।
রাবির আইন বিভাগের সহকারী অধ্যাপক শিবলি ইসলাম বলেন, 'বইটির একটি কপি পেয়েছি। আমার কাছে মনে হয়েছে জয়ের 'A Glimpse to Campus Reporting বইটি প্রগতিশীল সাংবাদিক চর্চার একটি ফসল। রিপোর্ট গুলো অনেক তথ্যভিত্তিক। এটি ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত একটি ডকুমেন্টারিও বলা যেতে পারে'।
বিভাগ : শিক্ষা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা