করোনা প্রতিরোধে সুপারস্টার শাহরুখ খানের বার্তা

২১ মার্চ ২০২০, ০৯:৫৮ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম


করোনা প্রতিরোধে সুপারস্টার শাহরুখ খানের বার্তা
ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক। সারা পৃথিবীতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সারে ১১ হাজার জন। করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করে যাচ্ছেন সরকারসহ সর্বস্তরের সচেতন মানুষেরা। বিভিন্ন দেশের তারকারাও নানা ভিডিও বার্তার মাধ্যামে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে চলেছেন।

এবার এগিয়ে আসলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। করোনা থেকে বাঁচতে একটি সতর্কতামূলক ভিডিও পোস্ট করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে জনগণকে সচেতন করেছেন শাহরুখ।

বলিউড বাদশা শাহরুখ খান বলেন, এই সময় পাবলিক প্লেস অ্যাভোয়েড করা সবচয়ে উত্তম কাজ। করোনার সংক্রমন থেকে দূরে থাকতে বাড়ির মধ্যে নিজেকে কোয়ারেন্টাইনে রাখুন। করোনার এই ক্রাইসিসের সঙ্গে আমারদের ফাইট দিতে হবে। প্লিজ কোনো গুজব ছড়াবেন না। সবার কাছে অনুরোধ করোনা প্রতিরোধ করতে সরকারের দেওয়া গাইড লাইন মেনে চলুন।

অভিনয়ের পাশাপাশি সবসময়ই নানা সামাজিক কাজের সঙ্গে থাকেন শাহরুখ খান। এবার করোনাভাইরাস মোকাবেলায় তিনি দাঁড়িয়েছেন মানুষের পাশে। হাত জোড় করে মানুষকে এই সময় ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়ে চলেছেন তিনি।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও