ঈদে মুক্তি পাচ্ছে যে চার সিনেমা
১০ আগস্ট ২০১৯, ০৩:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পিএম

বিনোদন প্রতিবেদক:
শুরুতে বেশ কয়েকটি সিনেমার নাম শোনা গেলেও এবারের ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে মুক্তির অপেক্ষায় আছে ৪টি। নিজ নিজ প্রযোজনা সংস্থা থেকেই এসব ছবি মুক্তির বিষয় নিশ্চিত করা হয়েছে।
ছবিগুলো হচ্ছে- ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বেপরোয়া’, ‘ভালোবাসার জ্বালা’ ও ‘ভালোবাসার রাজকন্যা’।
দুই মাস আগে ঈদকে টার্গেট করেই নির্মাতা জাকির হোসেন রাজু শুরু করেন ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির নির্মাণ কাজ। দুই মাস আগে তাই মুক্তি পাবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও অবশেষে ছবিটির মুক্তি নিশ্চিত হয়েছে। এত অল্প সময়ে ছবির যাবতীয় কাজ শেষ হবে কি না, এ নিয়ে অনেকটাই সংশয়ে ছিলেন নির্মাতা।
এ কারণে বিষয়টি নিয়ে মুখ খোলেননি নায়ক শাকিব খান। অনেকে ধরেই নিয়েছিলেন এবার হয়তো শাকিববিহীন ঈদ পার করতে হবে দর্শককে। কিন্তু ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় পাল্টে যায় সব জল্পনা-কল্পনা। শুধু তাই নয়, ছবিটির প্রশংসাও করেছে সেন্সর বোর্ড।
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবির বলেন, খুবই চমৎকার একটি ছবি। আমার বেশ ভালো লেগেছে। একটি বাস্তবধর্মী ছবির অভিনয়ে বোর্ডের সবার কাছে বেশ প্রশংসা পেয়েছে। প্রশংসা পাওয়ার মতো ছবি এটি। আশা করি, ঈদে দর্শকরা সিনেমা হলে একটা পরিচ্ছন্ন সিনেমা দেখতে পাবেন।
ছবিটি নিয়ে শাকিব খানও শুটিংয়ের সময় থেকে বলে এসেছেন, ভালো একটি গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। ‘পাসওয়ার্ড’-এর পর দর্শকরা ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি দেখেও মুগ্ধ হবেন বলে আশা ব্যক্ত করেছেন শাকিব খান ও পরিচালক রাজু। ছবিটির চিত্রনাট্য করেছেন জহির বাবু। ছবির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। এর মধ্যে দুটি গানের দৃশ্যায়ন হয়েছে তুরস্কের ইস্তানবুলে। সিনেমাটি প্রযোজনা করেছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।
অন্যদিকে ‘বেপরোয়া’ ছবিকে অনেক আগেই ঈদের ছবি হিসেবে ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। চিত্রনায়িকা ববি এবং চিত্রনায়ক রোশানের এ ছবিটি দর্শকের নতুন বিনোদন দেবে বলে জানান ববি। রোমান্টিক ঘরানার এ ছবিটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে শাকিব খানের ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির। আর গত ঈদের মতো এবারের ঈদেও ববি আর বুবলীর জোর একটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও ধারণা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
ঈদের আরেক ছবির নাম ‘ভালোবাসার জ্বালা’। ঈদের মতো এত বড় আয়োজনে এমন ছবি মুক্তি দেওয়া পরিচালকের সাহসী পদক্ষেপই বলছেন অনেকে। ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বশির আহমেদ। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত শাকিল খান ও অর্পা। সাপের গল্প নিয়ে নির্মিত ছবিটি, যাতে দেখা যাবে নাগকে মেরে ফেলেন নায়ক শাকিল খানের বাবা। প্রতিশোধ নিতে শাকিল খানের পুরো বংশ শেষ করে দেওয়ার অঙ্গীকার করে নাগিনী।
পরিচালক জানান, নাগ-নাগিনী নিয়ে গল্পের ছবি দর্শকের এখনো পছন্দ। তারা এখনো এমন গল্পের ছবি দেখতে চান। ছবিতে আরো অভিনয় করেছেন শবনম পারভিন, আফজাল শরীফ প্রমুখ। ঈদে প্রায় ১০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে বলে জানালেন পরিচালক।
বিভাগ : বিনোদন
- অমৃত সাগরের পর এবার জি আই স্বীকৃতি পেল নরসিংদীর বিখ্যাত লটকন
- শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল গ্রেপ্তার
- নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ কর্মসূচি শুরু
- নরসিংদীতে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটাপড়ে গৃহবধূ নিহত
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- অমৃত সাগরের পর এবার জি আই স্বীকৃতি পেল নরসিংদীর বিখ্যাত লটকন
- শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল গ্রেপ্তার
- নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ কর্মসূচি শুরু
- নরসিংদীতে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটাপড়ে গৃহবধূ নিহত
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা