যুক্তরাষ্ট্রে জাসাস’র সাধারণ সম্পাদকের পিতার মৃত্যু

২৬ এপ্রিল ২০২০, ০৩:৪৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ এএম


যুক্তরাষ্ট্রে জাসাস’র সাধারণ সম্পাদকের পিতার মৃত্যু
হেলাল খান। ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

বেশ কিছুদিন আগে জানা গিয়েছেলো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 'হাছন রাজা' খ্যাত নায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান। চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা যান। হেলাল খানের ঘনিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের লং আইলেন্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসা নেয়াকালীন গত ২৫ এপ্রিল দিবাগর রাত ১টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেলাল খানের বাবা।

এর আগে নায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান তার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, 'আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।'

বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও জানান, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।

এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করছেন সিনেমাপাড়ার মানুষেরা। সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও