নরসিংদীতে দুই দিনব্যাপী নাট্যোৎসবের সমাপ্তি

২৪ নভেম্বর ২০১৯, ১২:০৫ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৯ এএম


নরসিংদীতে দুই দিনব্যাপী নাট্যোৎসবের সমাপ্তি

শরীফ ইকবাল রাসেল:
“নাটক হোক গণজাগরণের হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে মুক্তধারা নাট্য সম্প্রদায়ের উদ্যোগে দুই দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। মুক্তধারা নাট্য সংগঠনের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী পালন উপলক্ষে শুক্র ও শনিবার এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী সরকারী কলেজ মাঠে সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে নাট্যোৎসবের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

এসময় আলোচনা করেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদ সদস্য শাহ্ আলম প্রমূখ।

অনুষ্ঠানের প্রথম দিনে জহিরুল ইসলাম মৃধার নির্দেশনায় আব্দুল্লাহ আল মামুনের রচনায় পরিবেশিত হয় “মাইক মাস্টার” ও সায়িক সিদ্দিকের রচনা ও নির্দেশনায় বঙ্গলোকের পরিবেশনায় “রুপচান সুন্দরীর পালা” নাটক। দ্বিতীয় দিন শনিবার রাতে মঞ্চায়ন হয় সুভদ্র দেবনাথের নির্দেশনায় আন্তন চেখব এর রচনায় “দ্য সোয়ান সঙ” ও মেহেদী হাসান রাসেল এর নির্দেশনায় মান্নান হীরার রচনায় “আদাব” নাটকটি।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও