ঈদে দর্শকদের মুখে হাসি ফোটাতে হাজির হচ্ছেন মোশাররফ-তিশা

০৪ মে ২০২০, ০৫:৪৩ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০১:৫৭ পিএম


ঈদে দর্শকদের মুখে হাসি ফোটাতে হাজির হচ্ছেন মোশাররফ-তিশা
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:

দুই মাস ধরে করোনায় আক্রান্ত দেশ। নেই লাইট, ক্যামেরা আর অ্যাকশনের শব্দগুলো! তাই টিভিতে ঈদ আয়োজন নিয়ে শঙ্কাটা থেকেই গেছে। তবে এরমধ্যেই পরিচালক ইমরাউল রাফাত জানালেন, টিভি দর্শকদের মুখে হাসি ফোটাতে রোজার ঈদের জন্য তিনি প্রস্তুত। তার রচনা ও পরিচালনায় আসছে নাট্ক ‘ঈদ মোবারক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।

জানা যায়, মজার কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত। মূলত হাস্যরসযুক্ত গল্প নিয়েই এর কাহিনি এগুবে।

রাফাত গণমাধ্যমকে বলেন, নাটকের গল্পটি ডাকাতিকে কেন্দ্র করে। ঈদের দিন কিন্তু ফাঁকা বাসায় এমন ঘটনা ঘটে। সেটাই করতে আসবে এক ডাকাত। এটি নিয়েই গল্প। তিনি আরও বলেন, করোনায় শুটিং বন্ধ হওয়ার আগে একসঙ্গে কয়েকটি নাটকের কাজ করেছিলাম। তার মধ্যে একটি হলো ‘ঈদ মোবারক’। ‘ঈদ মোবারক’ নাটকটি আরটিভির ঈদ আয়োজনের জন্য নির্মাণ করা হয়েছে। প্রচারের দিনক্ষণ আরও পরে জানা যাবে।
‘ঈদ মোবারক’ নাটকের দৃশ্যে মোশাররফ ও তিশা


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও