ডিজিটাল প্রযুক্তি দিয়েই হারানো ঐতিহ্যকে রক্ষা করতে হবে: মোস্তাফা জব্বার
১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৫ পিএম | আপডেট: ১৬ মে ২০২২, ১২:১৮ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তি দিয়েই ঐতিহ্য রক্ষা করতে হবে, প্রযুক্তিকে ভয় পেয়ে, অবহেলা করে বা পরিত্যাগ করে নয়। এর সুযোগ-সুবিধাগুলোতেই বাংলা ভাষা, বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে হবে। পালের নৌকা কিংবা লাঙল-জোয়ালে আমরা ফিরে যেতে পারবো না, ডিজিটাল প্রযুক্তি দিয়েই হারানো ঐতিহ্যকে রক্ষা করতে হবে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় এসএমই ফাউন্ডেশন এবং এএফডিবি’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঐতিহ্য সংরক্ষণে প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বাংলার ঐতিহ্যকে সমুন্নত রেখে ডিজিটাল পণ্যের আমদানিকারক দেশ থেকে রফতানিকারক দেশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এসএমই ফাউন্ডেশনের সভাপতি ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এএফডিবি’র কর্ণধার মানতাশা আহমেদ, ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান এবং পাঠাও’র সিইও ফাহিম আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্র দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বিশ্বের ৮০টি দেশে আমরা সফটওয়্যার রফতানি করছি। নেপাল, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্র রফতানি হচ্ছে। মেড ইন বাংলাদেশ পোশাক বিশ্বে দ্বিতীয় উৎপাদনকারী ও রফতানিকারক হিসেবে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে।
এসএমই ফাউন্ডেশনের সভাপতি ড. মাসুদুর রহমান সভাপতির ভাষণে বলেন, বাংলার ঐতিহ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বাংলা ভাষা। মোস্তাফা জব্বার সাহেব কম্পিউটারে বাংলা ভাষা প্রয়োগ করে অতি সহজভাবে বাংলা লেখার ঐতিহাসিক যে কাজটি করেছেন, তার কারণেই ডিজিটাল যুগে বাংলা ভাষা মাথা উঁচু করে রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরে মন্ত্রী এসএমই ফাউন্ডেশন আয়োজিত তাঁত শিল্পসহ দেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মরজালে যাত্রীবাহীবাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে ধাক্কায় আহত ১৫
- মনোহরদীতে নৌকার প্রার্থীর প্রচারণায় হামলা, ভাংচুর
- মানুষ হত্যা এবং সন্ত্রাসের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে আসুন: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- রায়পুরায় ডাকাতির প্রস্তুতির সময় বন্দুক ও দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার
- বেলাবতে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কমিটি গঠন: সভাপতি তাজুল, সম্পাদক জলিল
- পলাশে দীর্ঘ ৮ বছর পর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করলেই শাস্তি
- বেলাবতে আন্ত:জেলা অটোরিক্সা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
- নরসিংদী জেলা কারাগারে হাজতী আসামীর মৃত্যু
- ফ্রিল্যান্সিং এ উদ্বুদ্ধকরণ ও ঈদ পুনর্মিলনী
- মরজালে যাত্রীবাহীবাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে ধাক্কায় আহত ১৫
- মনোহরদীতে নৌকার প্রার্থীর প্রচারণায় হামলা, ভাংচুর
- মানুষ হত্যা এবং সন্ত্রাসের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে আসুন: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- রায়পুরায় ডাকাতির প্রস্তুতির সময় বন্দুক ও দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার
- বেলাবতে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কমিটি গঠন: সভাপতি তাজুল, সম্পাদক জলিল
- পলাশে দীর্ঘ ৮ বছর পর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করলেই শাস্তি
- বেলাবতে আন্ত:জেলা অটোরিক্সা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
- নরসিংদী জেলা কারাগারে হাজতী আসামীর মৃত্যু
- ফ্রিল্যান্সিং এ উদ্বুদ্ধকরণ ও ঈদ পুনর্মিলনী