নরসিংদীতে ৪৫ টাকা কেজিতে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

০৩ ডিসেম্বর ২০১৯, ০৬:১৪ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১২:০৭ পিএম


নরসিংদীতে ৪৫ টাকা কেজিতে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিপণন প্রতিষ্ঠান (টিসিবি)। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুর থেকে শহরের উপজেলা মোড়স্থ টেনিস কোর্ট সংলগ্ন স্থানে ও বটতলা বাজারে এ পেঁয়াজ বিক্রি শুরু করা হয়। পেঁয়াজের উত্তপ্ত বাজারের লাগাম টেনে ধরতে টিসিবি কর্তৃক ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে।


বিক্রি শুরুর দিনেই ৪৫ টাকা কেজিতে ২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহআলম মিয়া।


টিসিবি’র বিক্রয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সব বয়সী নারী পুরুষ দীর্ঘ লাইনে দাড়িয়ে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনছেন। বাজার থেকে দাম কম হওয়ায় টিসিবি’র পেঁয়াজ কিনে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। ৪৫ টাকায় টিসিবি’র পেঁয়াজ বিক্রির খবরে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সাধারণের ভীড় বাড়তে থাকে। শহরের বিভিন্ন মহল্লা থেকে আসা সব শ্রেণিপেশার মানুষকে দীর্ঘ লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনতে দেখা গেছে। ৪৫ টাকা কেজি দরে জনপ্রতি ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হয়।


শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার আলমগীর হোসেন বলেন, দেরিতে হলেও নরসিংদীতে ৪৫ টাকা দরে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করায় আমরা সাধারণ মানুষ খুশি। টিসিবি’র পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকলে আশা করি বাজারে পেঁয়াজের দামও কমে আসবে।


নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহআলম মিয়া বলেন, আমরা আজকে টিসিবি’র মাধ্যমে ২ হাজার কেজি পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। আগামীকালও টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর নতুন করে টিসিবি’র পেঁয়াজ বরাদ্দ পাওয়া গেলে বিক্রি অব্যাহত থাকবে।



এই বিভাগের আরও