বেলাবতে মাটি ফেটে বুদবুদ শব্দ, গ্যাস কী না খতিয়ে দেখার দাবি

১২ জুন ২০২০, ০৭:২৮ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৮:২৭ এএম


বেলাবতে মাটি ফেটে বুদবুদ শব্দ, গ্যাস কী না খতিয়ে দেখার দাবি

শেখ আব্দুল জলিল:
নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া দক্ষিণপাঁড়া গ্রামের জনৈক জাকির হোসেনের বাড়ির অদূরের একটি জমিতে গ্যাস বা প্রাকৃতিক কোন সম্পদ থাকতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী। মাটি ফেটে বের হওয়া পানির বুদবুদ শব্দ কেন্দ্র করে তিনদিন ধরে সুটুরিয়া গ্রামের জাকিরের বাড়িতে উৎসুক জনতার ভীড় লেগেই আছে। খবর পেয়ে বেলাব ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এলাকাবাসির দাবি পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট প্রশাসন যেন উক্ত স্থানটি পরিদর্শন করেন।

স্থানীয়া জানান, সুটুরিয়া গ্রামের ফারুক মিয়া নামের এক যুবক হঠাৎ করে সমান্তরাল ঐ জমির মাটির নিচে পানির বুদবুদ শব্দ শুনতে পায়। এসময় উক্ত জায়গার উপরে গাছ ও মাটি কাঁপছিল। সমান্তরাল ভূমির নিচে হঠাৎ পানির শব্দ ও উপরে গাছ মাটি কাঁপার খবরটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িযে হয়ে পড়ে। এসময় গ্রামবাসি ও স্থানীয় জনপ্রতিনিধির সামনে আংশিক মাটি খোড়া হলে দেখা যায় নিচ থেকে স্রোতের মত পানি শব্দ করে বের হচ্ছে। তবে সাধারণ পানির চেয়ে ঐ পানির ঘনত্ব বেশি এবং পানির উপরের অংশে কেরোসিন তেলের মত পদার্থ জাতীয় কিছু ভাসছে। এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের ধারনা এটা যেকোন ধরনের গ্যাস হতে পারে। সুটুরিয়া গ্রামে গ্যাস পাওয়া গেছে এমন খবর মূহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

সরেজমিনে সুটুরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, যেখানে গ্যাস পাওয়া গেছে বলে প্রচার করা হচ্ছে, সে জায়গাটা বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন স্থানীয়রা। এসময় দেখা যায় উক্ত স্থানে দুই জায়গায় ছোট দুটি গর্ত খোড়া হয়েছে। উক্ত গর্তের ভিতরে শব্দ করে পানি বের হচ্ছে। পানির উপরের অংশে কেরোসিনের মত একধরনের পদার্থ দেখা যাচ্ছে। গ্যাস আছে এমন খবরে বেলাব উপজেলার বিভিন্ন এলাকা হতে শত শত মানুষ এসে উক্ত স্থানে ভীড় করছেন। করোনা সংকটের এই সময়ে তাদের অনেকের মুখেই নেই মাস্ক এমনকি তারা মানছেন না কোন সামাজিক দূরত্ব।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, হঠাৎ মাটির নিচে পানির কলকল শব্দ ও পানি বের হওয়াকে এলাকাবাসির ধারনা এখানে কোন গ্যাস বা প্রাকৃতিক সম্পদ থাকতে পারে।

পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইফরানুলহক ভূইয়া জামান বলেন, আমাদের ধারনা এখানে গ্যাস থাকতে পারে। মাটির নিচে যে পানি বের হচ্ছে সেখানে আগুন নিয়ে গেলে আগুন নিভে যায়। তাছাড়া পানির ঘনত্বও অন্য পানি থেকে বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে এসে এ ব্যাপারে খতিয়ে দেখা উচিত।

বেলাব ফায়ার ষ্টেশন ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। মাটির নিচে যে পানি বের হচ্ছে তা আমরা একটি বোতলে কিছুক্ষণ রেখে দেখেছি। উক্ত পানির ঘনত্ব অন্য পানি থেকে আলাদা। তাছাড়া বোতলে রাখা পানির উপরে তৈল জাতীয় কিছু ভাসছে। তবে আমাদের ধারনা অনেক আগে এখানের মাটির নিচে কোন আবর্জনা বা গর্ত থাকতে পারে। যা থেকে পানি বের হচ্ছে। সেহেতু ঐ পানির কাছে আগুন নিলে আগুন নিভে যায় সেহেতু এটা মিথেইল গ্যাসও হতে পারে। তবে পেট্রোবাংলা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ ব্যাপারে ভাল বলতে পারবেন।


বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন বলেন, এ ব্যাপারে অবগত আছি এবং পুরো ব্যাপারটি অবজারভেশনে রাখছি। আমি যাব। তারপর পরিদর্শন করে যদি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো দরকার তাহলে জানানো হবে।



এই বিভাগের আরও