৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১২ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম


৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:

১৪ দলীয় জোটকে নিষিদ্ধ ও  জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে নরসিংদী জেলা জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার  (১২ অক্টোবর) সকালে এ কর্মসূচী পালন করা হয়।

সকাল ৯ টায় নরসিংদী পৌর শহরের শিক্ষাচত্ত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে কয়েকশত নেতাকর্মী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, বিগত সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীর উপর জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম ও খুনের মাধ্যমে দেশপ্রেমিক কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দল এসব অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে সমর্থন দিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এ কারণে জনগণ তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

দলটির উত্থাপিত ৫ দফা দাবিসমূহ হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

নরসিংদী জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন, নরসিংদী-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া ও নরসিংদী সদর আমীর মাহফুজ ভূইয়া প্রমুখ।