একাদশ জাতীয় সংসদ নির্বাচন নরসিংদী-২ (পলাশ )ক্ষমতাসীন আওয়ামীলীগের এমপি পরিবারের একক আধিপত্য বিস্তারে কোণঠাসা বিএনপি ও আওয়ামীলীগের ত্যাগী নেতা-কমীরা

১৪ জানুয়ারি ২০১৮, ০৩:৫৫ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৪, ১১:৫০ পিএম


একাদশ জাতীয় সংসদ নির্বাচন নরসিংদী-২ (পলাশ )ক্ষমতাসীন আওয়ামীলীগের এমপি পরিবারের একক আধিপত্য বিস্তারে কোণঠাসা বিএনপি ও আওয়ামীলীগের ত্যাগী নেতা-কমীরা
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী-(০২) আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের এমপি পরিবারের একক আধিপত্য বিস্তারে কোণঠাসা বিএনপি ও আওয়ামীলীগের ত্যাগী নেতা-কমীরা। অভিযোগ রয়েছে, ২০০৮-২০১৭ সাল পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামীলীগের ৮ বছরের শাসন আমলে নরসিংদী-(০২) পলাশ আসনে বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা-মামলা ,বাড়ি-ঘর ভাংচুর জমি দখল ,শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ বালু উত্তোলন,নেতা-কর্মী হত্যা, সম্প্রতি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানার চারটি বাড়িসহ ৪৭টি ঘর-বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলুসহ তাঁর ক্যাডারবাহিনী। আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন সহ অবৈধ গ্যাস সংযোগের রিপোর্ট করতে গেলে ছাএলীগ নেতার নির্দেশে সাংবাদিকদের উপর ভয়াবহ হামলার ঘটনাও ঘটেছে। বিএনপি :বিএনপিনেতা-কর্মীসূত্রে জানা যায়,২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ) নরসিংদী –(০২) পলাশ আসনে বিজয়ী হন তারপর থেকেই শুরু হয় বিরোধী দল বিএনপি ও আওয়ামীলীগের ত্যাগী নেতা-কমীদের উপর নির্যাতন ।২০১৩ সালে পলাশ বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান এর জনসভায় গুলি।পুলিশ দিয়ে হয়রানী সহ মামলা-হামলার ঘটনা ও ঘটেছে ।পলাশ উপজেলায় আওয়ামীলীগের একক আধিপত্যের ফলে কোন ধরনের মিছিল, মিটিং ও সমাবেশ করতে পারে না বিএনপি । নরসিংদী –(০২) পলাশ থানা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল হক বলেন, পলাশ হচ্ছে বিএনপির ভোট ব্যাংক । ড.আব্দুল মঈন খান এর নেতৃত্বে আমাদের সাংগঠনিক অবস্থা অনেক ভাল কিন্তুু আওয়ামীলীগ সরকারের শাসন আমলে পলাশে আমরা কোন ধরনের সভা-সমাবেশ করতে পারি না । হামলা-মামলা ও নির্যাতন করে দাবিয়ে রাখা হচ্ছে আমাদের নেতা-কর্মীদের । দেশে যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে পলাশে বিএনপির জয় সুনিশ্চিত । ড.আব্দুল মঈন খান এ আসনে বিএনপির একমাএ প্রার্থী । এই আসনে বিএনপি থেকে মনোনয়ন অনেকটা নিশ্চিত হিসেবে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই আসনে তার বিকল্প কোন প্রার্থী নেই বললেই চলে। আওয়ামীলীগ : আওয়াশীলীগের এর ত্যাগী নেতা-কর্মী সূত্রে যানা যায়,২০১৪ সালের ৫ই জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন মহাজোটের শরীক দল জাসদের সাংগঠনিক সম্পাদক জায়েদুল কবির ।কিšু‘ নরসিংদী-২ পলাশ আসনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ) ও তার ছোট ভাই বর্তমান সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন পলাশ উপজেলা আওয়ামীলীগে তৈরী করেন তাদের একক আধিপত্য যার ফলে ২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচনে তারা নৌকা প্রতীক এর বিপক্ষে তার ছোট ভাই সতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন কে বিজয়ী করেন । ৬ সেপ্টেম্বর নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানার চারটি বাড়িসহ ৪৭টি ঘর-বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সভাপতি দেলোয়ার হোসেন দেলুসহ তাঁর ক্যাডারবাহিনী।এছাড়াও বহু নির্যাতনের ঘটনা ঘটেছে।নরসিংদী -২ পলাশ আসনের বর্তমান সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ভাই সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপকে নিজের আসন ছেড়ে দিচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত। তবে আওয়ামীলীগের টিকিট পেতে উৎ পেতে রয়েছেন মহাজোটের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাংগঠনিক সম্পাদক জায়েদুল কবির । অভিযোগ রয়েছে, ২০০৮-২০১৭ সাল পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামীলীগের ৮ বছরের শাসন আমলে নরসিংদী-(০২) পলাশ আসনে বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা-মামলা ,বাড়ি-ঘর ভাংচুর জমি দখল ,শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ বালু উত্তোলন,নেতা-কর্মী হত্যা, সম্প্রতি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানার চারটি বাড়িসহ ৪৭টি ঘর-বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলুসহ তাঁর ক্যাডারবাহিনী। আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন সহ অবৈধ গ্যাস সংযোগের রিপোর্ট করতে গেলে ছাএলীগ নেতার নির্দেশে সাংবাদিকদের উপর ভয়াবহ হামলার ঘটনা ও ঘটেছে । পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ) বলেন, আজ থেকে দশ বার বছর আগে পলাশে আওয়ামীলীগের অবস্থান ছিল তৃতীয় সেই অবস্থা থেকে আজ আমরা প্রথম অবস্থানে রয়েছি ।পলাশে নির্বাচন পরবর্তী কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে এটা সারা দেশেই হয়েছে । এখন পলাশের রাজনীতিতে কেউ মিছিল করতে হলে একমাত্র আওয়ামীলীগই করবে আর কেউ কররে না । আমরা তাদের (বিএনপি)কে বাধা দেই না কিন্তুু তাদের করার মত সাংগঠনিক অবস্থা নাই ।২০০১ সালের জাতীয় নির্বাচনের পর পলাশে এক রাত্রে আমাদের আওয়ামীলীগের ২৩টি কার্য্যালয় পুড়িয়ে দিয়েছিল বিএনপি ।আওয়ামীলীগ নেতা-কর্মীদের বাড়ি-ঘর ভাংচুর এর ঘটনা দলীয় নয় এটা প্রভাব বিস্তার কে কেন্দ্র করে হয়েছে । নরসিংদী (০২) পলাশ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাাশীরা হলেন- পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ) । মহাজোটের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাংগঠনিক সম্পাদক জায়েদুল কবির ।


এই বিভাগের আরও