আম্পায়ারের ওপর ক্ষোভ, কোহলির জরিমানা

১৬ জানুয়ারি ২০১৮, ১১:০৯ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ০৩:৩১ পিএম


আম্পায়ারের ওপর ক্ষোভ, কোহলির জরিমানা
অনলাইন ডেস্ক [caption id="attachment_1337" align="alignnone" width="960"] ছবিঃ সংগৃহীত[/caption] ব্যাটে দুর্দান্ত ইনিংস খেলার পরও সিরিজে পিছিয়ে থাকার ফলেই কী বারবার মেজাজ হারাচ্ছেন ভারত অধিনায়ক ? ব্যাটিংয়ের সময় অযথা গালাগালি করেছেন। যা স্ট্যাম্প ক্যামেরায় ধরা পড়ে গেছে। এবার ফিল্ডিংয়ের সময় বিরক্তি প্রকাশ করে আরও বিপদ বাড়ালেন বিরাট কোহলি। তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা হয়েছে। সেঞ্চুরিয়নে তৃতীয় দিন বিরক্তি প্রকাশ করে ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বিরাট। যা আইসিসির লেভেল ওয়ান অপরাধের পর্যায়ে পড়ে (অখেলোয়াড় সুলভ আচরণ)। ফলে ম্যাচ রেফারি বিরাটের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নিয়েছেন। তৃতীয় দিন সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ঘটনা। ম্যাচের ২৫ ওভার হয়ে গিয়েছে। স্যাঁত স্যাঁতে আউটফিল্ডের জন্য বলের ক্ষতি হয়েছে। আম্পায়ার মাইকেল গফের কাছে বারবার এই দাবি করছিলেন বিরাট। কিন্তু আম্পায়াররা তার কথায় গুরুত্ব দেননি। একসময় রাগে বল ছুঁড়ে মারেন বিরাট। তখন সামনেই ছিলেন দুই আম্পায়ার মাইকেল গফ ও পল রাইফেল। যারা বিষয়টি ভালভাবে নেননি। তৃতীয় দিনের খেলা শেষের পর ম্যাচ রেফারি ক্রিস ব্রড বিরাটের জরিমানার কথা জানিয়ে দেন। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৩৩৫ রান করে সাউথ আফ্রিকা। জবাবে কোহলির অনবদ্য ১৫৩ রানের ইনিংসে ভর করে ভারত করে ৩০৭ রান।


এই বিভাগের আরও