উপজেলা পরিষদ নির্বাচন: পলাশে সৈয়দ জাবেদ আ.লীগের একমাত্র সম্ভাব্য প্রার্থী

১৫ জানুয়ারি ২০১৯, ০৪:১৬ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পিএম


উপজেলা পরিষদ নির্বাচন:  পলাশে সৈয়দ জাবেদ আ.লীগের একমাত্র সম্ভাব্য প্রার্থী
Narsingdi_Election


নিজস্ব প্রতিবেদক


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পলাশ উপজেলা পষিদের চেয়ারম্যান পদে আ.লীগের একমাত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। দলীয় নেতাকর্মীসহ বর্তমান ও সাবেক স্থানীয় দুই সাংসদের সমর্থন থাকায় দলীয় প্রার্থী হিসেবে সৈয়দ জাবেদই প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন দলটির নেতারা।


সম্প্রতি নির্বাচন কমিশন আগামী মার্চ মাসে দেশের ৫শ টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা ব্যক্ত করার পর থেকেই বিভিন্ন উপজেলায় আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তারই অংশ হিসেবে পলাশ উপজেলায় বিভিন্ন সভা সমাবেশে চেয়ারম্যান পদে দলের একমাত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে সর্মথন ও দোয়া প্রার্থনা করছেন সৈয়দ জাবেদ হোসেন।


নেতাকর্মীরা জানান, বিগত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রেখে পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী দিলীপের ছোট ভাই কামরুল আশরাফ খান পোটন এবং সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে পুণরায় নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে নিরলস কাজ করায় দুজনেরই আস্থা অর্জন করেন সৈয়দ জাবেদ।


সম্প্রতি গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংসদ নির্বাচন পরবর্তী একটি অনুষ্ঠানে সৈয়দ জাবেদ হোসেনই আসন্ন উপজেলা নির্বাচনে দলের একমাত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন বক্তারা।


এসময় পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবীর মৃধা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সৈয়দ জাবেদ হোসেনের নাম ঘোষণা করেন এবং গজারিয়া থেকেই উপজেলা নির্বাচনী প্রচারনা শুরু বলে মন্তব্য করেন।


এ প্রসঙ্গে সৈয়দ জাবেদ হোসেন বলেন, বিগত সংসদ নির্বাচনে জনগণের সাথে থেকে কাজ করেছি, তাই বিগত উপজেলা নির্বাচনে দল আমাকে মনোনিত করেছিলেন এবং জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাধ্যমতো উপজেলাবাসীর খেদমত করার চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পেরেছি। আমি চেয়ারম্যান হয়ে কারও ক্ষতি করিনি। আর সেই চিন্তা মাথায় রেখেই জনগণ পুণরায় আমাকে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তাদের পবিত্র ভোটে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।