নরসিংদী-৩ (শিবপুর)সহ বিএনপির ৩ নেতার প্রার্থিতা হাইকোর্টে বাতিল

২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১০:২২ এএম


নরসিংদী-৩ (শিবপুর)সহ বিএনপির ৩ নেতার প্রার্থিতা হাইকোর্টে বাতিল
মঞ্জুর-এলাহীর-প্রার্থিতা-বাতিল

অনলাইন ডেস্ক

উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নেওয়ায় ধানের শীষের প্রার্থী নাটোর-৪ আসনের আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবির এবং নরসিংদী-৩ (শিবপুর) আসনে মঞ্জুর এলাহীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৬ ডিসেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

প্রসঙ্গত, উপজেলা চেয়ারম্যান পদ লাভজনক হওয়ায় এর আগে আপিল বিভাগ একাধিক নেতার প্রার্থিতা বাতিল করেন। এরই ধারাবাহিকতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা রিটের শুনানি শেষে বিএনপির আরও  তিন নেতার প্রার্থিতা বাতিল করেন হাইকোর্ট।



এই বিভাগের আরও