নানা কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ আসাদ দিবস পালন

২০ জানুয়ারি ২০১৯, ০৫:৫৬ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৪:২২ পিএম


নানা কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ আসাদ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে ৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদ দিবস। রবিবার (২০ জানুয়ারি) সকালে শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিস্থলে এসব কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষ্যে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহনের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল। এছাড়া শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ সেলিনা বেগম, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হারিছ রিকাবদার, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখার ছাত্রলীগ, ছাত্রদল, শহীদ আসাদ দিবস ও ৬৯ এর গণঅভ্যুত্থানের ৫০ বছর পালন জাতীয় কমিটি, নরসিংদী জেলা ওয়াকার্স পার্টি, শিবপুর নিউ মডেল উচ্চ বিদ্যালয়, শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ লেখক শিবির জাতীয় মুক্তি কাউন্সিল নরসিংদীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সংগঠন।
পুস্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্য বিশিষ্ট শিক্ষাবিদ আবুল হারিছ রিকাবদার বলেন, ‘৬৯-এর গণআন্দোলনের সূত্র ধরেই ১৯৭১ এর স্বাধীনতাযুদ্ধের শুরু এবং চুড়ান্ত বিজয় অর্জিত হয়। কিন্তু পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরার ব্যর্থতার কারণেই নতুন প্রজন্ম ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ইতিহাস জানতে পারছে না। ‘স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করতে ৬৯-এর গণআন্দোলন তথা গণঅভ্যুত্থানের নায়ক আসাদের ভূমিকা ছিল এটা বলার অপো রাখে না। পাঠ্যপুস্তকের মাধ্যমে শহীদ আসাদের রাজনৈতিক দর্শন ও তার চিন্তা চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে রাষ্ট্রের পদপে নেওয়া প্রয়োজন।
গণ-অভ্যুত্থানের মহানায়ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জ্মান ওরফে আসাদ উনসত্তরের ২০ জানুয়ারী ঢাকা মেডিকেলের সামনে পুলিশের গুলিতে শহীদ হন।