‘ওয়েলকাম ব্যাক, সুপারম্যান’ সাকিব আল হাসান
২৯ অক্টোবর ২০২০, ০৪:১১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম

স্পোর্টস ডেস্ক:
পেরিয়ে গেছে একটি বছর। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বিষাদের ছায়া অবশেষে উঠলো। নিষেধাজ্ঞা কাটিয়ে এখন মুক্ত সাকিব আল হাসান। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও দোষ স্বীকার করে নেওয়ায় একবছরের শাস্তি স্থগিত করে আইসিসি।
২৮ অক্টোবর সাকিবের শাস্তির মেয়াদ শেষ হয়েছে। আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে তিনি মুক্ত, সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন তিনি। ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থরা আবেগঘন পোস্টে স্বাগত জানিয়েছেন এই অলরাউন্ডারকে। মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার থেকে শুরু করে অনেক ক্রিকেটার অভিনন্দন জানিয়েছেন সাকিবকে।
সাকিবের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিও তার ফেরার দিনে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে, ‘ইনশাল্লাহ, নবাব আবার শাসন করবে বিশ্ব ক্রিকেট। সময়ের পরিক্রমায় সেই কষ্টও শেষ। আজ (বুধবার দিবাগত রাত ঠিক ১২টায়) আবার ক্রিকেটে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথম-এর নায়ক সাকিব আল হাসান। ওয়েলকাম ব্যাক, সুপারম্যান।’
রুবেল হোসেনও আনন্দিত সাকিবের ফেরায়। তিনি বলেছেন, সাকিব ভাইয়ের ফেরার খবরে খুবই ভালো লাগছে। আমরা প্রত্যেকেই খুব রোমাঞ্চিত। গত এক বছরে সাকিব ভাইকে অনেক মিস করেছি। যদিও সেভাবে ম্যাচ খেলা হয়নি, তারপরও মিস করেছি। কারণ জাতীয় দলে ঢোকার পর থেকে সাকিব ভাইয়ের সঙ্গে খেলে আসছি। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। যেখানেই খেলেছি, সাকিব ভাইকে মিস করেছি।
স্পিনার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে সাকিবকে স্বাগত জানিয়েছেন এভাবে, ‘স্বাগতম, সাকিব ভাই! আপনার সঙ্গে একই দলে খেলার জন্য আর অপেক্ষা করতে হবে না। আপনার মতো জীবন্ত একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া সত্যিই দুর্দান্ত সুযোগ। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আশা করি, আমরা দ্রুতই বাংলাদেশের হয়ে একসঙ্গে খেলতে পারবো।
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক সাকিব ভাই।’ সৌম্য সরকারের পোস্টটাও একই, ‘ওয়েলকাম ব্যাক ভাই।’ পেসার আল আমিন লিখেছেন, ‘দ্য বস ইজ ব্যাক’। আরেক পেসার আবু জায়েদ রাহী আবার সাকিবের জার্সি নম্বর দিয়ে স্বাগত জানিয়েছেন, ‘ওয়েলকাম ব্যাক মিস্টার ৭৫।’
পেসার তাসকিন আহমেদের পোস্টটাও একই, ‘আলহামদুল্লিলাহ, সাকিব ভাই আপনাকে স্বাগতম।’ তরুণ অফস্পিনার নাঈম হাসান লিখেছেন, ‘আপনাকে স্বাগতম সাকিব ভাই।’ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান তাকে মাঠে দেখার অপেক্ষায়, ‘ক্রিকেট মাঠে আবারও সাকিব আল হাসান ভাইকে স্বাগতম। বাঘের মতো গর্জন দেখার অপেক্ষায় আর থাকতে চাই না।’
পেসার কামরুল ইসলাম রাব্বি লিখেছেন, আপনি আরও অনেক অনেক বছর সাফল্য নিয়ে এগিয়ে যান, ফিরে আসার জন্য আপনাকে স্বাগতম।
টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত গণমাধ্যমকে বলেছেন, আমি বিশ্বাস করি সাকিব ভাইকে আগের মতো করেই দেখবো। উনি যেভাবে এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, আমি আশা করি একইভাবে ফিরে আসতে পারবেন তিনি। উনি দলে থাকা মানে আমাদের শক্তি বেড়ে যাওয়া, হোক সেটা যে ফরম্যাটেই।
সতীর্থ ছাড়াও ইমরুল কায়েসের ব্যবসায়িক পার্টনার সাকিব। এই অলরাউন্ডারকে নিয়ে আঞ্চলিক ভাষায় ইমরুল লিখেছেন, ‘এবার আইয়া পরো...।’
পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন নিজের প্রথম সফরের ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, এটা আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকে উনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনও টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার ইচ্ছা আছে উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেওয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আপনাকে মাঠে দেখার অপেক্ষায় রইলাম।
বিভাগ : খেলা
- অমৃত সাগরের পর এবার জি আই স্বীকৃতি পেল নরসিংদীর বিখ্যাত লটকন
- শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল গ্রেপ্তার
- নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ কর্মসূচি শুরু
- নরসিংদীতে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটাপড়ে গৃহবধূ নিহত
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- অমৃত সাগরের পর এবার জি আই স্বীকৃতি পেল নরসিংদীর বিখ্যাত লটকন
- শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল গ্রেপ্তার
- নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ কর্মসূচি শুরু
- নরসিংদীতে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটাপড়ে গৃহবধূ নিহত
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা