আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান

০৪ নভেম্বর ২০২০, ০৪:৩৭ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম


আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান
ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক:

গত ২৮ অক্টোবর টাইগারদের ‘সুপারম্যান’ সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এরইমধ্যে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে রাজত্ব ফিরে পেলেন সাকিব আল হাসান। ৩৭৩ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে সবার ওপরে রয়েছেন তিনি।

এবার সাকিবের ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ফেসবুক পেজ- ‘ক্রিকেট পাকিস্তান’। বাংলাদেশের এই অলরাউন্ডারকে সম্মান জানাতে কোনো কার্পণ্য করেনি তারা।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী; তার রেটিং পয়েন্ট ৩০১। আর ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ইংল্যান্ডের ক্রিস ওকস। এছাড়াও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। ২৭৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। সেরা পাঁচের মধ্যে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম; তার রেটিং ২৭১।

২৬৫ রেটিং নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম এবং তারপরেই রয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আটে রয়েছেন মিচেল স্যান্টনার এবং ২৪৬ রেটিং নিয়ে নয়ে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। এ তালিকায় সেরা দশে জায়গা করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার উইলিয়ামস। ২৩৮ রেটিং নিয়ে দশে রয়েছেন জিম্বাবুয়ের এ ক্রিকেটার।

‘সুপারম্যান’ সাকিব বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামীকাল দেশে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ফিরেই মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করবেন তিনি।

গত ২৯ অক্টোবর থেকে সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা মুক্ত হয়েছেন বাংলাদেশ দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও