বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের

১৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পিএম


বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা  সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের
Smith

বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে বেশি দেরি নেই সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের। তাই বলে নেতৃত্ব দেয়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত রাখা যায়নি।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারলেও ক্লাব ক্রিকেটে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন সাদারল্যান্ডকে। নিউসাউথ ওয়েলস প্রিমিয়ার টি ২০’র শিরোপা জিতেছে স্মিথের দল।

নিষেধাজ্ঞা না কমায় পার্থ টেস্টে খেলতে পারেননি। তবে নিজের অভিজ্ঞতা থেকে সাহায্য করেছেন অনুশীলনে। অভিজ্ঞ এই ক্রিকেটার যে ফেলনা নন তার প্রমাণ দিয়েছেন ক্লাব ক্রিকেটে ঝড়ো ইনিংস খেলে। সেমিফাইনালে ৪২ আর ফাইনালে ১৯ রান করেন সাদারল্যান্ড অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেংকারির পর এবারই প্রথম কোনো দলকে নেতৃত্ব দিলেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে তার নিষেধাজ্ঞা বহাল থাকলেও তা কার্যকর নয় অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে। এমন সুযোগ পেয়ে নিজের নেতৃত্বের ধারটা শান দিয়ে রেখেছেন। ১২ মাসের নিষেধাজ্ঞায় নেতৃত তো হারিয়েছেনই, সেই সঙ্গে হয়েছেন নিষিদ্ধ।


বিভাগ : খেলা

বিষয় : sports , cricket


এই বিভাগের আরও