বিপিএল আসরের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’: পাপন

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৬ পিএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পিএম


বিপিএল আসরের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’: পাপন

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার (১১ সেপ্টেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই নতুন চমক দিয়েছেন তিনি।

এসময় বিসিবি প্রধান বলেন, এবারের বিপিএল হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল উৎসর্গ করা হবে। 

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি, এবারের বিপিএল বিসিবি আয়োজন করবে। আর এবারের আসরের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল। খেলবে সাত দল।

তিনি জানান, বিপিএলের প্রত্যেকটি দলের নামও একই থাকবে। ফ্র্যাঞ্চাইজরা বিদেশ থেকে কোচ বা অতিরিক্ত ক্রিকেটার আনতে চাইলে তারা সেটি পারবে। 


বিভাগ : খেলা


এই বিভাগের আরও