হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

১৯ জুলাই ২০১৯, ০৪:৪৯ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৫ পিএম


হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে পিতা-পুত্র মারা গেছেন। আজ শুক্রবার(১৯ জুলাই) ভোরে হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে নৌকাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- শান্তিপুর গ্রামের রানুমিয়া ও তার ছেলে সুমন মিয়া ।

পরে হাওরে মাছ ধরতে থাকা অন্যান্য জেলেরা নৌকায় মানুষ দেখেতে না পেয়ে খুঁজতে গিয়ে নৌকা থেকে তাদের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহতদের সহযোগিতা করা হবে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও