বর্মন পরিবারের মিলনমেলায় গুণীজন সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষণা
৩১ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মজিতপুরে বৈষ্ণব চুড়ামণি শ্রীশ্রী বংশীদাস বাবাজী মহারাজের আশ্রম প্রাঙ্গণে শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত হলো বর্মন পরিবারের তৃতীয় পূণর্মিলনী। অনুষ্ঠানটির উদ্বোধন করেন গুণীজনরা। শৃঙ্খলিত আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন বর্মন পরিবারের গুণীজন, শিক্ষাবিদ, ডাক্তার, সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী, বর্মন পরিবারের সকল সদস্য্ এবং কৃতি শিক্ষার্থী।
এ আয়োজনে ৩০ জন গুণীজন, ১২জন গ্রন্থাগার তত্ত্বাবধায়ক-গীতা স্কুল শিক্ষক ও ৫জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বাদল চন্দ্র বর্মন।
অনুষ্ঠানের প্রথমে পবিত্র বেদ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুজন চন্দ্র বর্মন এবং শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন ধর্ম ও শাস্ত্র বিষয়ক সম্পাদক দীপ্ত বর্মন ।
যুগ্ম সাধারণ সম্পাদক প্রানগৌবিন্দ বর্মন অনুষ্ঠানের সঞ্চালনায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব উজ্জ্বল বর্মন।
তৃতীয় পূণর্মিলনীর আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিপ্লব চন্দ্র বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র বর্মন এবং সভাপতি রাজন চন্দ্র বর্মন, শিক্ষক অজিত বর্মন, বাদল বর্মন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন বর্মন, অবসরপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা শিখা রানী বর্মন, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মন, আশ্রমের সাধারণ সম্পাদক মিহির কুমার দাস, উপদেষ্টা নিতাই বর্মন, স্বাস্থ্য সহকারী উপানন্দ বর্মণ, বেলসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপক ভজন চন্দ্র সেন, স্বাস্থ্য সহকারি উপানন্দ বর্মন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সিনিয়র প্রভাষক পংকজ কুমার বর্মন, এডভোকেট রথীশ চন্দ্র বর্মন, শিক্ষক গৌরাঙ্গ বর্মন, সাবেক সহকারি কর কমিশনার সুধীর চন্দ্র বর্মন ও সাবেক উপ-সহকারী প্রকৌশলী বীরলাল বর্মন।
এসময় আরো উপস্থিত ছিলেন, তসিবা কোম্পানির অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নন্দলাল বর্মন, সমাজ হিতৈষী সাবেক মেম্বার রঘুনাথ চন্দ্র বর্মন, বৈষ্ণব চুড়ামণি বংশিদাস বাবাজির আশ্রমের সভাপতি সুখন সাহা চৌধুরী, কোষাধ্যক্ষ শীতল কুমার সাহা, নীল দর্পন ইভেন্ট'স এর স্বত্বাধিকারী পলক বর্মন, অপু বর্মন ও উপসহকারী কর্মকর্তা (ভূমি) উপানন্দ বর্মনসহ ৫ জন কৃতি শিক্ষার্থী, গ্রন্থাগার তত্ত্বাবধায়ক ও গীতা স্কুলের ১২ জন শিক্ষক।
এসময় প্রধান অতিথি বলেন, এ ধরনের সম্মান আমাদের সমাজ ও শিক্ষাক্ষেত্রে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে। তিনি মিলনমেলার তাৎপর্য, গুরুত্ব, বর্মন পরিবারের ঐক্য এবং বর্মন সমাজে শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এসময় নবনির্বাচিত কমিটিকে বর্মন পরিবারের ঐক্য, সামাজিক দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ করার আহবান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের পর ঘোষণা করা হয় বর্মন পরিবারের নতুন কার্যকরী কমিটি। এতে পূণরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজন চন্দ্র বর্মন, পূর্নরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লক্ষ্মণ চন্দ্র বর্মন এবং পূর্নরায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তুষার বর্মন। এসময় নবনির্বাচিত কমিটির নেতারা প্রতিশ্রুতি দেন, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে পরিবারের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবেন।
বিভাগ : বাংলাদেশ
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক