সাভারে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু

০১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৪ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ পিএম


সাভারে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু

সাভার প্রতিনিধি:

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত খাদিজা বেগম নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতের মরদেহটি গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে দাফন করেছে স্বজনেরা।

গতকাল শনিবার (৩১ আগস্ট) দিবাগত মধ্য রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে গতকাল বিকালে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনেরা।

আশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, পরিবার নিয়ে তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গেল ২৬ আগষ্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে নিয়ে চিকিৎসা নেন। এসময় তার ডেঙ্গু ধরা পড়লেও শারিরিক অবস্থা তুলনামূলক ভাল থাকায় হাসপাতালে ভর্তি না রেখে খাদিজা বেগমকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গতকাল বিকালে তার শারিরিক অবস্থার অবনতি হলে দ্রুত এনাম মেডিকেল হাসপাতালের আইসিওতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে সে মারা যায়।


বিভাগ : বাংলাদেশ