সোমবারও হতে পারে ভারি বর্ষণ
১০ নভেম্বর ২০১৯, ০৯:২৫ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৫:১৫ এএম

নিজস্ব প্রতিবেদক:
দেশের ছয়টি বিভাগের অধিকাংশ জায়গায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সোমবারও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের মোংলায়। এছাড়া সাতক্ষীরায় ১৪৪, পটুয়াখালী ১৪০ ও খেপুপাড়ায় ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নেওয়ার পর তার প্রভাবে দুই দিন সারাদেশে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এ সময় অস্থায়ী দমকাসহ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। এর জন্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সমুদ্রবন্দরে সতর্ক সংকেত থাকার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকরা এখনই ফিরতে পারছেন না। আটকে পড়া পর্যটকদের সেখানকার হোটেলে পঞ্চাশ শতাংশ ছাড়ের নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার দিবাগত রাতে ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। রবিবার ভোর ৫টার দিকে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করে খর্ব শক্তির ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছায়। এরপর আরও শক্তি হারিয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয় অতিপ্রবল ঘূর্ণিঝড়টি।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মধ্যে গাছ ও ঘর চাপা পড়ে এখন পর্যন্ত সাত জেলায় অন্তত আটজনের প্রাণহাণির খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন জায়গায় সবমিলিয়ে চল্লিশ জনের মতো আহত হয়েছেন। ক্ষতি হয়েছে ফসলি মাঠের।
এদিকে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কমে এলে দুদিন পর তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে বলে ভাষ্য আবহাওয়া অফিসের।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি