বুধবার থেকেই বাড়তে পারে শীতের তীব্রতা

১৭ ডিসেম্বর ২০১৯, ০২:৪২ পিএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪, ১১:১৪ পিএম


বুধবার থেকেই বাড়তে পারে শীতের তীব্রতা
পুরনো ছবি

নিজস্ব প্রতিবেদক:

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) থেকে সারা দেশে তাপমাত্রা কমার সাথে সাথে শীতের তীব্রতা বাড়তে পারে।  আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, দেশের উত্তরাঞ্চলসহ যশোর-খুলনা অঞ্চলে অন্যান্য অঞ্চলের তুলনায় শীত বাড়বে। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহেই শীতের তীব্রতায় কাঁপবে দেশ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে তিনি আরও বলেন,  চলতি মাসের শেষের দিকে দেশের এক থেকে দুটি স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের দাপট বরাবরের মতো এবারও বেশি থাকতে পারে।

ইতোমধ্যেই রাজধানীর বাইরে জেঁকে বসতে শুরু করেছে শীত। সন্ধ্যা নামলেই কমতে থাকে তাপমাত্রা। সকালের সূর্য দীর্ঘক্ষণ ঢাকা থাকছে কুয়াশার চাদরে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে যা সবচেয়ে বেশি প্রভাব ফেলছে।

বুধবার থেকে তাপমাত্রা কমার সাথে সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। হাড়-কাঁপানো শীত আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহেই। সেসময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও