করোনাভাইরাস: ২৪ ঘন্টায় ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৫৪৫

৩১ মে ২০২০, ০৪:৩১ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৪:০৫ এএম


করোনাভাইরাস: ২৪ ঘন্টায় ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৫৪৫

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত এক দিনের মৃতের সংখ্যায় এটিই সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৬৫০ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৫ জন।

রবিবার (৩১ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬ টি। এর মধ্যে শনাক্ত ২ হাজার ৫৪৫ জন। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়ালো ৪৭ হাজার ১৫৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে মোট ৯ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছে বলে তিনি জানান।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও