দারিদ্র্য নিরসনে বাংলাদেশ এখন বিশ্বে মডেল: বিশ্বব্যাংক

৩০ জানুয়ারি ২০২০, ০৫:০২ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২০ এএম


দারিদ্র্য নিরসনে বাংলাদেশ এখন বিশ্বে মডেল: বিশ্বব্যাংক
ছবি: সংগৃহীত

অর্থনীতি ডেস্ক:

বাংলাদেশ প্রমাণ করেছে যে, সরকার ও জনগণের প্রতিশ্রুতি ও দৃঢ় সংকল্পের ফলে একটি দেশ দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে। মাত্র চার দশকের ব্যবধানে স্বল্প মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আর স্বল্প সময়ে দারিদ্র্য নিরসনে বাংলাদেশ এখন বিশ্বে মডেল বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্কেফার। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০’ এর উদ্বোধন অধিবেশনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের এ ভূয়সী প্রশংসার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেন। স্বাগত বক্তব্য রাখেন অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।

উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্কেফার বলেন, প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে তরুণদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। একটি শক্তিশালী বেসরকারি খাত, অনুকূল ব্যবসার পরিবেশ, দক্ষ শ্রমশক্তি, দক্ষ অবকাঠামোসহ সঠিক নীতিমালা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বলেন, উচ্চমধ্যম আয়ের মর্যাদার যাত্রায় বাংলাদেশ যোগদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের প্রচেষ্টা, বিশ্বব্যাংক, স্টেকহোল্ডারদের এবং উন্নয়ন অংশীদারদের সমন্বয়ে বাংলাদেশে এই মর্যাদায় পৌঁছে যাবে সহসাই।

দেশের উন্নয়নে বিশ্বব্যাংকের অবদান তুলে ধরে হার্টউইগ স্কেফার বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের পোর্টফোলিও গত ৬ বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে এর আকার দাঁড়িয়েছে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অন্যতম বৃহত্তম উপকারভোগী। বাংলাদেশের দারিদ্র্য নিরসনে আইডিএ বড় ভূমিকা রেখেছে।

বাংলাদেশের সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের প্রশংসা করেন স্কেফার।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও